Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইএসএলের ফিরতি ডার্বিতে ১-৩ গোলে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারে ইস্টবেঙ্গল এফসি। প্রথমার্ধে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। আর সেটাই নাকি ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই গোল হলে ম্যাচের ফলাফল অন্য হতে পারত বলে জানালেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

২) আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গল এফসিকে ১-৩ গোলে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন। তবে ডার্বি জিতলেও দলের খেলায় খুশি নন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর মতে, দ্বিতীয়ার্ধে দলের কাছে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়েছিল তা দিতে পারেননি সবুজ-মেরুন ব্রিগেড।

৩) ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৪ । তবে তার আগে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, আসন্ন আইপিএল-এ কি মাঠে দেখা যাবে মুম্বই ক্রিকেটার সূর্যকুমার যাদব? এবার সেই প্রশ্নের উত্তর স্বয়ং দিলেন সূর্য নিজেই। সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল। তাঁর কোথায় চোট লেগেছে? গোড়ালিতে? না কি স্পোর্টস হার্নিয়া হয়েছে তাঁর? আর সেই নিয়েই ধোঁয়াশা মিটালেন সূর্য।

৪) সদ্য শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেই সিরিজে ৪-১ ফলাফলে জয় লাভ করে টিম ইন্ডিয়া। এই সিরিজে ঘটেছে একের পর এক নজির। যার মধ্যে অন্যতম হল গোটা সিরিজে দু’দল মিলে মেরেছে ১০২ টি ছক্কা। রোহিত শর্মার ভারত হাঁকিয়েছে ৭২টি ছক্কা। অন্যদিকে ইংল্যান্ড মেরেছে ৩০টি। টেস্ট ক্রিকেটে কি করে এত ছক্কা হাঁকাল ভারতীয় দল? সেই রহস্য ফাঁস করলেন দলের হেডকোচ রাহুল দ্রাবিড়।

৫) মনে করা হচ্ছে আসন্ন ২০২৪ আইপিএল-এ মাঠে কামব্যাক করতে পারেন পন্থ। তবে আইপিএলে খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে আরেকটি প্রশ্ন ওঠে টি-২০ বিশ্বকাপে কি খেলবেন পন্থ? আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানান, সম্পূর্ণ ফিট থাকলে তবেই টি-২০ বিশ্বকাপে দলে পন্থকে নিয়ে বিবেচনা করবেন তাঁরা।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ