Tuesday, November 4, 2025

ভোটের আগে বাংলার মন পাওয়ার চেষ্টা মোদির, আরও এক বন্দেভারত পেল রাজ্য

Date:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election), তার আগে বাংলার মানুষের মন পেতে রাজ্যকে আরও এক বন্দেভারত (Vande Bharat Express) দিল মোদি সরকার। সারা দেশে ১০টি বন্দেভারত এক্সপ্রেস-সহ আরও ৮টি নতুন ট্রেন চালু করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। গুজরাটের আহমেদাবাদ থেকে এই ট্রেন গুলির উদ্বোধন করেন তিনি। পাশাপাশি প্রায় ৮৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করা হয়। নির্বাচন ঘোষণা হওয়ার দিন কয়েক আগে বাংলা তথা সারা দেশে একগুচ্ছ ট্রেনের উদ্বোধন আসলে গেরুয়া শিবিরের ভোট বৈতরণী পার হওয়ার চেস্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডলে এই কথা জানিয়ে পোস্টও করেন প্রধানমন্ত্রী। রেল উদ্বোধনের আগে নরেন্দ্র মোদি পোস্টে লেখেন, ‘আর কিছু ক্ষণের মধ্যে সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দেভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনও নতুন যাত্রা শুরু করবে।’

বাংলার নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত চলবে বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat)। বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ লাইনে দু’টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ ভারতের রেল পরিষেবায় জোর দেওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিজেপির এমনটাই মনে করা হচ্ছে। তা ছাড়া আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনৌ , লখনৌ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি লাইনে আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে।


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version