Thursday, August 21, 2025

একেবারেই সুস্থ ঋষভ পন্থ। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে আসন্ন আইপিএল ২০২৪ খেলতে কোন বাঁধা রইলো না পন্থের সামনে। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচার হয় পন্থের। তারপর থেকে এনসিএ-তে রিহ্যাব করছিলেন তিনি। দীর্ঘ ১৫ মাস ধরে মাঠের বাইরে ছিলেন পন্থ। অবশেষে ফিরতে চলেছেন ক্রিকেটের বাইশগজে।

এই নিয়ে এদিন বোর্ডের তরফে জানানো হয়, ১৪ মাসের রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠেছেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় তাঁর প্রাণ সংশয় ছিল। তবে এখন তিনি সুস্থ এবং আইপিএলে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলতে পারবেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন পন্থ। সেই দলের অধিনায়কও তিনিই।

গতকালই ঋষভকে নিয়ে মুখ খুলে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেছিলেন, “ পন্থ ভাল ব্যাটিং এবং কিপিং করছে। খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে। যদি পন্থ টি-২০ বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ পন্থ আমাদের দলের সম্পদ। যদি ও কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।“ আর মঙ্গলবার পন্থকে ফিট ঘোষণা করে বিসিসিআই।

২০২২ সালের ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন পন্থ। তাঁর মাথা, পিঠ এবং হাঁটুতে চোট লাগে। অস্ত্রোপচারও করানো হয়। প্রায় একবছর তিনমাস পর সুস্থ হলেন পন্থ। টি-২০ বিশ্বকাপের আগে পন্থের সুস্থ হয়ে ওঠা ভারতের জন্য বড় প্রাপ্তি। আসন্ন আইপিএলে ভাল খেললে বিশ্বকাপের দলেও জায়গা করে নিতে পারেন পন্থ। এখন দেখার মাঠে ফিরে কেমন পারফরম্যান্স করেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন- ‘বাজবলের থিওরিতে বদল দরকার’, ভারতের কাছে সিরিজ হেরে বললেন বাজবলের জনক ম্যাকালাম


Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version