Tuesday, May 6, 2025

ভূমিপুত্রের উপর আস্থা! মেঘালয়ে প্রার্থী ঘোষণা করে মাস্টারস্ট্রোক তৃণমূলের

Date:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন আবহে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও (TMC)। ইতিমধ্যে ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শুধু বাংলাতেই নয় আসন্ন লোকসভা ভোটে দলের তরফে আরও তিন রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে আসে উত্তর প্রদেশ, মেঘালয় এবং অসমের নাম। এরই মধ্যে এবার মেঘালয়ের (Meghalaya) একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। মেঘালয়ের তফসিলি জাতির জন্য সংরক্ষিত তুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেনিথ সাংমা (Zenith Sangma)।

এদিকে রবিবারই ব্রিগেডের জনগর্জন মঞ্চ থেকেই বাংলার ৪২ লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থীতালিকায় যেমন হাতে গোনা কিছু নতুন মুখ রয়েছে, ঠিক তেমনই পুরনোদের উপর ভরসা রেখে বড় চমক দিয়েছে তৃণমূল। তবে রবিবাসরীয় ব্রিগেডের সভা থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণার পরই জল্পনা শুরু হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতো ৩ রাজ্যে কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল? অবশেষে সেই জল্পনার অবসান। শেষমেশ মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র জেনিথ সাংমাকে প্রার্থী করে বড়সড় চমক দিল তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক। মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি মুকুল সাংমার ভাই জেনিথ সাংমা। তিনি মন্ত্রীর পাশাপাশি তুরার তিনবারের বিধায়ক তিনি। আর সেকারণেই পাহাড়ি এই অঞ্চলের সমস্ত খুঁটিনাটি একেবারে নখদর্পণে মুকুল সাংমার ভাইয়ের। আর সেকারণেই জেনিথের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পাহাড়ি রাজ্যে জেনিথকে প্রার্থী করে ভোটের আগেই বিরোধীদের কড়া জবাব দিল ঘাসফুল শিবির।

সূত্রের খবর, মেঘালয়ের শিলং এবং তুরা দুটি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে তুরাতে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর সেকারণেই তুরা আসন নিজেদের পকেটে ভরতে এবার ভূমিপুত্র জেনিথকে প্রার্থী করেই বড় চাল তৃণমূল কংগ্রেসের।

 

Related articles

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...

বিহারে লাঠিপেটা শিক্ষক চাকরিপ্রার্থীদের! দাবির ‘পুরস্কার’ বিজেপি-সহযোগী রাজ্যে

ন্যায্য চাকরির দাবি জানিয়ে পুলিশের লাঠি পেটার শিকার বিহারের শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। যে বিজেপি বাংলায় চাকরিজীবীদের চাকরি...
Exit mobile version