Tuesday, May 6, 2025

চন্দননগরে ফের বেআব্রু বিজেপির গোষ্ঠীকোন্দল,লকেটের বিরোধিতায় পোস্টার

Date:

লোকসভা নির্বাচনের আগে হুগলিতে ফের বিজেপির অন্দরে অসন্তোষ। আর তা ফের বেআব্রু হয়ে গেল চন্দননগরে। সেখানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরোধিতা করে পোস্টার টাঙানো হল। কে বা কারা ওই পোস্টার টাঙিয়েছে তা যদিও জানা যায়নি।  তবে পোস্টার যাঁরা টাঙিয়েছেন, নিজেদের  বিক্ষুব্ধ মণ্ডল সভাপতি বলে দাবি করেছেন তাঁরা। পোস্টারে লকেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে লকেট মুখে কুলুপ এঁটেছেন।

হুগলির চন্দননগরের একাধিক জায়গায় লকেটের বিরোধিতায় ওই পোস্টার চোখে পড়েছে। পোস্টারে বলা হয়েছে, গত পাঁচ বছর এলাকায় আসেননি হুগলির সাংসদ লকেট। শুধু তাই নয়, এবার নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে লকেট মণ্ডল সভাপতিদেরই শাসাচ্ছেন, নির্বাচন মিটলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগও তোলা হয়েছে পোস্টারে।

ওই পোস্টারে লেখা হয়েছে, ‘বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। এমনকি নিজের বিধানসভায় ২০২১ সালে কাজ করেও, সময় বের করে চুঁচুড়ায় প্রচার করেছি লকেট চট্টোপাধ্যায়ের হয়ে। পাঁচ বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেনইনি, তাতে আমাদের কী দোষ? ক্ষোভের মুখে পড়ে এখন হুমকি দিচ্ছেন উনি। বলছেন, দেখে নেবেন’।

বিষয়টি নিয়ে জেলার দায়িত্বে থাকা বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয় বলেও দাবি করা হয়েছে পোস্টারে। বলা হয়েছে, বার বার অভিযোগ জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উপায় না দেখে বাধ্য হয়ে পোস্টারে লিখতে বাধ্য হয়েছেন মণ্ডল সভাপতিরা। এভাবে প্রকাশ্যে অভিযোগ জানানোর জন্য মোদির কাছে ক্ষমাও প্রার্থনা করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করতেই ওই পোস্টার বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে,  লকেটের হাত থেকে বাঁচতে তাঁরা পোস্টারের মাধ্যমে মোদিজির কাছে আবেদন জানিয়েছেন।

 

Related articles

দিলীপ নিয়ে দলবদলু নেতাদের মুখে কুলুপের নির্দেশ বিজেপির, বৈঠকে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি

প্রথমে বিয়ে। তারপর সস্ত্রীক রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষার্থে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনে উপস্থিতি। আর এই নিয়েই বিজেপির প্রাক্তন...

বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! কীভাবে দেখবেন রেজাল্ট?

আগামিকাল অর্থাৎ বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই জানিয়েছে,...

SLST নিয়োগে বাধা নেই, ইঙ্গিত হাইকোর্টের শুনানিতে

রাজ্যের চাকরিপ্রার্থীদের চাকরিতে বাধা দিতে কোনও পথ বাকি রাখেনি বিরোধীরা। সুপ্রিম কোর্ট যে নিয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই...

আগামী দু-সপ্তাহ ভাঙা যাবে না এলগিন রোডের তিনটি ছাদ রেস্তরাঁ! পুরসভাকে নির্দেশ হাইকোর্টের

ম্যাগমা হাউসের পর এবার এলগিন রোডের তিনটি জনপ্রিয় ছাদ রেস্তরাঁ— ‘ড্রাঙ্কেন টেডি’, ‘রোমানিয়া’ ও ‘স্ক্র্যাপ ইয়ার্ড’-এর ভাঙার উপর...
Exit mobile version