Monday, November 3, 2025

বাবুনের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই, পরিবারবাদে বিশ্বাস করি না: ‘লোভী ভাইকে’ ত্যাগ মমতার

Date:

টিকিট না পেয়ে বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ করছেন। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়বেন। ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (Swapan Banerjee) ওরফে বাবুনের সম্পর্কে এই খবর কানে যাওয়ার পরেই সব সম্পর্ক ত্যাগ করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, শিলিগুড়ির সাংবাদিক বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, বাবুনের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের আর কোনও সম্পর্ক নেই।

এদিন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। মা মাটি মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ।’’ মমতার (Mamata Banerjee) কথায়, ‘‘আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ।’’

একই সঙ্গে মমতা জানিয়ে দেন, তিনি পরিবারবাদে বিশ্বাস করেন না। সেই কারণেই নিজের রক্তের সম্পর্কের লোকেদের নয়, যাঁরা কাজ করেন তাঁদের টিকিট দেন। এই ঘটনায় সেই কথা আরও একবার প্রমাণ হয়ে গেল।

বাবুনের অনেক কাজ নিয়েই যে তিনি দীর্ঘ দিন ধরেই ক্ষুব্ধ সে কথাও গোপন করেননি তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘‘ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না। আজ বলছি।’’ মমতা স্পষ্ট জানিয়ে দেন, ‘‘যে যেখানে খুশি যেতে পারে। স্বাধীন ভাবে ভোটে দাঁড়াতে পারে। কিন্তু হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। অন্য কেউ নয়।’’ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব তৃণমূল নেত-কর্মীদের আরও বেড়ে গেল বলে বার্তা দেন নেত্রী।

বাবুন সম্পর্কে বলতে গিয়ে পরিবারের কথাও জানান মমতা। বলেন, “অভিষেককে বলছিলাম যখন বাবা মারা যায় ওর বয়স তখন আড়াই বছর। আমি ৪৫ টাকা মাইনে পেতাম দুধের ডিপোয় কাজ করে। বাকি সবাইকে মানুষ করেছি। তখন থেকে রাজনীতি করতাম বলেই হয়তো ওকে মানুষ করতে পারিনি”।

বারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে নিয়ে মমতা জানান, তিনি বিজেপি সাংসদ ছিলেন। সে কোনও দলের হয়েই লড়তে পারেন। তবে, বারাকপুরে তৃণমূল যাঁকে প্রার্থী করেছে, রাজ্যের মন্ত্রী সেই পার্থ ভৌমিকের ঢালাও প্রশংসা করেন দলনেত্রী। স্পষ্ট জানান, পার্থ খুব ভালো ছেলে। ভালো কাজ করছে। সেই কারণে দল তাঁকেই প্রার্থী করেছে। মমতা বলেন, তিনি আশা করেন পার্থ মানুষের সমর্থন পাবেন।





Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version