Thursday, August 28, 2025

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার রিচার্ড হেডলি মেডেল জিতলেন রাচিন রবীন্দ্র। ২৪ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডারই এখন বর্ষসেরা হওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। আর মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয় বছর বর্ষসেরা হয়েছেন অ্যামেলিয়া কার। এ ছাড়া টেস্টে কেইন উইলিয়ামসন, ওয়ানডেতে ড্যারিল মিচেল এবং টি-টোয়েন্টিতে মিচেল স্যান্টনার জিতেছেন বর্ষসেরার পুরস্কার।বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রবীন্দ্র নিউজিল্যান্ডের জার্সি প্রথম গায়ে তোলেন ২০২১ সালের নভেম্বরে। তবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি নজর কাড়েন ২০২৩ সালে। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি সহ করেন ৫৭৮ রান, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারিতে আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন রবীন্দ্র। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ছন্দে ছিলেন তিনি। মাউন্ট মঙ্গানুইয়ে নিজের প্রথম সেঞ্চুরিটি টেনে নেন ২৪০ রান পর্যন্ত, যা নিউজিল্যান্ডের কারও প্রথম সেঞ্চুরির সর্বোচ্চ রান।

মেয়েদের ক্রিকেটে কার সেরা হয়েছেন সীমিত ওভার ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বর্ষসেরার ডেবি হকলি মেডেলের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে, বর্ষসেরা টি-টোয়েন্টি এবং বর্ষসেরা সুপার স্ম্যাশ নারী ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। লেগ স্পিনিং অলরাউন্ডার কার ব্যাট হাতে ওয়ানডেতে দলগত সর্বোচ্চ ৫৪১ রান, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ২৫২ রান করেন।

 

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version