Thursday, August 21, 2025

শেয়ার বাজারে রক্তক্ষরণ! মুহূর্তে উধাও ১৪ লক্ষ টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের

Date:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে শেয়ার বাজারে (Share Market) বড়সড় অঘটন! বুধবার দুপুরের পর বাজার খুলতেই একলাফে রেকর্ড পতন সেনসেক্স (Sensex) ও নিফটির (Nifty)। সূত্রের খবর, এদিন দুপুরে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আচমকাই উধাও বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা। বুধবার বিকেলের সেশনে সেনসেক্স ১১০৯ পয়েন্ট কমে ৭২,৫৫৮ পয়েন্টে পৌঁছয়। পতন অব্যহত নিফটিরও। ৪২২ পয়েন্ট কমে ২১,৯১৩-তে নেমে গিয়েছে নিফটিও। মূলত স্মল এবং মিড ক্যাপের শেয়ারে ধাক্কা লাগার কারণেই এই পতন বলে সূত্রের খবর।

তবে বুধবার দুপুরে বাজার খোলার আগে ভারতের বাজারে মোট বিনিয়োগের অঙ্ক ছিল ৩৮৫.৬৪ লক্ষ কোটি টাকা। আর সেখান থেকে দুপুরে মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই বিনিয়োগের অঙ্ক নেমে দাঁড়ায় ৩৭১, ৬৯ লক্ষ কোটি টাকায়। এদিন প্রায় ২২৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়। জানা গিয়েছে, এদিন পাওয়ারগ্রিড, এনটিপিসি, টাটা স্টিল, ভারতী এয়ারটেল, টাইটান কোম্পানি-সহ টাটা মোটরসের মতো স্টকগুলি সরাসরি মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, ৩,৯২৬ টি স্টকের মধ্যে মাত্র ৩৫১ টি তে স্বাভাবিক লেনদেন হয়েছে। এছাড়া ৩,৫২৬ টি স্টকের একটি বিশাল অংশ রেড জোনে পড়ে গিয়েছে। যেখানে ৬৬টি স্টক অপরিবর্তিত রয়েছে।

যদিও গত কয়েক সপ্তাহ ধরে বেশ ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার। সেখান থেকে আচমকা শেয়ার বাজারের রক্তক্ষয়ের পিছনে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বিনিয়োগকারীরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version