Monday, August 25, 2025

লোকসভা নির্বাচনের আগেই CAA কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে ইতিমধ্যেই, সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। বুধবার, সাংবাদিক বৈঠক থেকে মোক্ষম প্রশ্ন তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, “একজন বিজেপি বিধায়ক বলছেন, তিনি CAA-র আবেদন করবেন। কিন্তু আবেদন করলে তো তাঁকে আগে বলতে হবে তিনি ভারতবর্ষের নাগরিক নন। তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন?“ কুণালের কথায়, “বিজেপির নেতারা যারা ভারতীয় নাগরিক নন বলে CAA-তে আবেদন করবেন তারা কোনও জনপ্রতিনিধিত্বে থাকলে আগে তাহলে সেই পদ থেকে সরে যান। অথবা তারা ভোটে দাঁড়াবেন না। কারণ ভারতবর্ষের নাগরিক নন, অথচ ভারতবর্ষের জনপ্রতিনিধি হবেন এটা কি করে হতে পারে?“

কুণাল বলেন, “বিজেপির কোনও নেতা তিনি যদি সিএএ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করেন সেই মূহুর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি ভারতের নাগরিক নন। সেইজন্যই তিনি এই আবেদন করতে পারছেন। তাই যদি হয়, তাহলে তিনি বিধানসভায় থাকবেন কেন? তাহলে তিনি লোকসভায় যাবেন কেন?“

সিএএ ও এনআরসির মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কুণাল বলেন, “সিএএ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে জনমুখী, বাস্তবমুখী স্ট্যান্ড নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস।“ তাঁর কথায়, “হয় বলুন এখন যে পদ্ধতি আছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে, ভোটার তালিকায় নাম আছে, আধার কার্ড বা অন্য়ান্য আনুষঙ্গিক সমস্ত নথিপত্র আছে। আপনি ভোট দেন, আপনি জনপ্রতিনিধি বা সরকার নির্বাচন করেন। আপনি ভারতবর্ষের নাগরিক। তাহলে মিটে গেল। কিন্তু যদি তা সত্ত্বেও যারা বলবেন যে না সিএএ করতে হবে তারপর নাগরিকত্ব আসবে সেক্ষেত্রে প্রথম অগ্নিপরীক্ষা দিতে হবে বিজেপি নেতৃত্বকে। অগ্নিপরীক্ষা দিতে হবে বিজেপি নেতাদের। বিজেপির জনপ্রতিনিধিরা ফর্ম ফিলাপ করুন এবং বলুন যে, ভাতবর্ষের নাগরিক আমি নই। আর যদি ভারতবর্ষের নাগরিক আপনি না হন তাহলে আপনি ভারতবর্ষের আইনসভায় যাবেন কেন, কোন অধিকারে।“ সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন তুলে দেন কুণাল ঘোষ।

তৃণমূল নেতা স্পষ্ট জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যা বলেছেন এটা পার্টির স্ট্যান্ড। এটা মানুষকে ভুল বোঝাবার জন্য, ধোঁয়াশা তৈরির জন্য, আতঙ্ক তৈরির জন্য ও পরবর্তীকালে এনআরসির একটা ধাপ হিসেবে সিএএ নিয়ে নাটক করা হচ্ছে“।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version