Sunday, November 9, 2025

দিনেদুপুরে ফের শহরে লিফট বিভ্রাট! আলিপুরের প্রশাসনিক ভবনে পা আটকে বিপাকে চম্পাহাটির বাসিন্দা

Date:

ফের শহরে লিফট (Lift) বিপর্যয়! ঘটনাকে কেন্দ্র করে বুধবার কর্মব্যস্ত দিনে রীতিমতো শোরগোল পড়ে যায় আলিপুর জেলাশাসক দফতরে (Alipore District Magistrate Ofiice)। সূত্রের খবর, এদিন দুপুরে ট্রেজারি বিল্ডিংয়ে লিফটে উঠতে গিয়ে আচমকাই পা আটকে যায় এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও পরে ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিকে দমকলবাহিনী (Fire Brigade) উদ্ধার করতে সক্ষম হয় বলে খবর। সূত্রের খবর, চম্পাহাটির (Champahati) ওই বাসিন্দার নাম সাহাবুদ্দিন মোল্লা (Sahabuddin Molla)। এদিন দফতরের ৬ তলায় লিফটে উঠে পা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আর সেই সময় আচমকা বন্ধ হয়ে যায় লিফটের দরজা। এরপরই সাহাবুদ্দিনের পা লিফটের বাইরে ঝুলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন লিফটে সাহাবুদ্দিনের ডান পা আটকে বাইরের দিকে ঝুলতে থাকে। পরিস্থিতি বেগতিক বুখে প্রথমে লিফট বন্ধ করে পরে দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় সাহাবুদ্দিনকে উদ্ধার করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক দমকল কর্মী জানান, তাঁর ডান পা লিফটে আটকে ঝুলছিল। তবে সেই অবস্থাতে আটকে পড়েও এতটুকু বিচলিত হননি তিনি। দমকলকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জলও খেতে চান তিনি। পাশাপাশি সাহাবুদ্দিনের লিফটে আটকে থাকা অবস্থায় অত্যন্ত গরম লাগার কারণে তাঁর জন্য পাখারও বন্দোবস্ত করা হয়।

তবে দমকল কর্মীদের অভিযোগ, এদিন বেশি লোক থাকা অবস্থাতেই সাহাবুদ্দিন লিফটে উঠতে গিয়ে বিপত্তি বাঁধে। বর্তমানে আহত অবস্থায় চম্পাহাটির বাসিন্দাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। হাঁসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা গুরুতর নয়।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version