Monday, November 3, 2025

পরমাণু হামলা নিয়ে ফের বিস্ফোরক পুতিন! প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তাল বিশ্ব রাজনীতি

Date:

Share post:

হাতে রয়েছে ৪৮ ঘণ্টারও কম সময়। আগামী শুক্রবার অর্থাৎ ১৫ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে (President Election) প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আর তার আগেই ফের সরগরম বিশ্ব রাজনীতি। আগামী শুক্রবার থেকে শুরু হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট (Russia President) নির্বাচন চলবে চলবে রবিবার পর্যন্ত। আর তার আগে অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না পুতিনের। সম্প্রতি পুতিনের সমালোচক হিসাবে পরিচিত আলেক্সি নাভালনির কারাগারে রহস্যমৃত্যুর ঘটনায় উত্তাল বিশ্ব। আর সেই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বিপদ কী তবে বাড়তে শুরু করল পুতিনের? এমন প্রশ্নই এখন বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। এদিকে তাঁকে নিয়ে যতই আলোচনা বা সমালোচনা হোক না কেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একের পর এক মন্তব্য করে শোরগোল ফেলে দিচ্ছেন তিনি। এবারও তার অন্যথা হল না। নির্বাচনের কয়েকঘণ্টা আগেও ফের আমেরিকাকে পরমাণু যুদ্ধের (Neuclear War) হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিনের সাফ হুঁশিয়ারি, অবিলম্বে যদি আমেরিকা ইউক্রেনে সেনা পাঠানো বন্ধ না করে, সেক্ষেত্রে যুদ্ধের গতি আরও বাড়বে। পাশাপাশি রাশিয়া যে পরমাণু যুদ্ধের জন্যও প্রস্তুত সেকথাও সাফ জানিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর নির্বাচনের আগেই নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বিশ্ব রাজনীতি, এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। তবে এখানেই শেষ নয়, এদিন পুতিন আরও জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালীন পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন এখনও পড়েনি। তবে সময় হলে বা তেমন পরিস্থিতি এলে একেবারেই পিছপা হবে না রাশিয়া তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে আসন্ন নির্বাচনে রুশ সংবাদমাধ্যমের পূর্বাভাস, ‘অল রাশিয়া পিপলস ফ্রন্ট’-এর প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভের। অন্যদিকে, লিবারেল ডেমোক্র্যাট পার্টির লিওনিদ স্লুৎস্কি এবং ইউনিয়ন অফ প্রোগ্রেসিভ পলিটিক্যাল ফোর্সেস-এর প্রার্থী ভ্লাদিস্কভ ডাভানকোভও পুতিনকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত। তবে রুশ সংবাদমাধ্যমের দাবি, পুতিনের জয় শুধু সময়ের অপেক্ষা। আর চলতি বছর মস্কোর মসনদে বসতে পারলে ক্রেমলিনে ক্ষমতায় থাকা জোসেফ স্তালিন এবং লিওনিদ ব্রেজনেভের রেকর্ড স্পর্শ করবেন পুতিন। টানা ২৪ বছর তাঁরা দুজন সেই পদের দায়িত্ব সামলেছেন। এবার পুতিন জিতলেও তাঁর সামনে যে সেই রাস্তাটা খুলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু ২০১৮ সালে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের সময় পুতিন প্রেসিডেন্ট পদে না থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। গত ২৩ বছর ধরে রাশিয়ার মসনদে রয়েছেন পুতিন। ২০০০ সালের মে মাস থেকে ২০০৮ সালের মে টানা ৮ বছর নির্বাচনে জিতে সে দেশের প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। এরপর ২০১২ সালে দ্বিতীয় দফায় নির্বাচনে জিতে ছ’বছরের জন্য প্রেসিডেন্ট হন পুতিন। তারপর ২০১৮ সালে তিনি পুনর্নির্বাচিত হন। তবে চলতি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ২০৩০ পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন। আর সেই সম্ভাবনার মাঝেই পরমাণু হামলা নিয়ে ফের বিস্ফোরক রাশিয়ার প্রেসিডেন্ট।

spot_img

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...