Thursday, November 13, 2025

শাহজাহানের বিরুদ্ধে মামলার তদন্তে ‘তৎপরতা’! সাতসকালে সন্দেশখালির একাধিক প্রান্তে হানা ইডির

Date:

বৃহস্পতিবার সাতসকালে ফের সন্দেশখালির (Sandeskhali) একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) আধিকারিকদের। সূত্রের খবর, শাহজাহান শেখের (Seikh Sahjahan) বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত একটি মামলার পাশাপাশি রেশন বন্টন মামলায় তদন্তের কারণে এদিন সন্দেশখালির একাধিক জায়গায় পৌঁছে যান তাঁরা। শেষ পাওয়া খবরে এদিন সন্দেশখালির কমপক্ষে ৩ জায়গায় পৌঁছে যান তদন্তকারীরা। ধামাখালির কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে রেখে তল্লাশি (Search Operation) চালাচ্ছে তদন্তকারীরা। পাশাপাশি বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লা, আইনুল মোল্লার বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, নজরুলের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

তবে বৃহস্পতিবার ইডির তল্লাশি অভিযান শুরুর আগেই সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর একটি দল মূল রাস্তা ঘিরে ফেলে। পাশাপাশি নদীর পারও ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। ইডি সূত্রে খবর, সন্দেশখালির মোট তিনটি জায়গায় একই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রে খবর, সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত ব্যবসায় কারচুপি নিয়ে নতুন একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ২৩ ফেব্রুয়ারি এই মামলার তদন্তে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় হানা দেন ইডি আধিকারিকেরা। তল্লাশি চালানো হয় শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েক জন মাছ ব্যবসায়ীর বাড়িতেও। ইডি সূত্রে খবর, এই ব্যবসায়ীদের কয়েক জন শাহজাহানের সঙ্গে চিংড়ি মাছের ব্যবসায় যুক্ত ছিলেন। অভিযোগ, মাছের ব্যবসায় কালো টাকা সাদা করা হয়েছে।

এদিকে রবিবার শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version