শাহজাহানের খাসতালুক সরবেড়িয়ায় খোঁজ মিলল বিলাসবহুল গাড়ির!

ফের সন্দেশখালির সরবেড়িয়ায় অভিযান চালাল ইডি। বৃহস্পতিবার অভিযানে শেখ শাহজাহানের খাসতালুক সরবেড়িয়া গ্রামে খোঁজ মিলল গাড়ির। এবার সরবেড়িয়ায় সন্ধান মিলল গাড়ির গোডাউনের। সেখানে সারি সারি দিয়ে সাজানো গাড়ি। জানা যাচ্ছে, এই গাড়ির গোডাউনটির মালিক হলেন মসলিন শেখ, যিনি আবার শাহজাহানের ডানহাত বলেই পরিচিত। গাড়ির গোডাউনের মধ্যে রয়েছে চারটি গাড়ি, তার মধ্যে শেখ শাহজাহান ও শেখ আলমগীরের গাড়িও রয়েছে বলে জানা যাচ্ছে। রয়েছে একটি হুডখোলা গাড়িও।

জানা গিয়েছে , এই গোডাউনের মালিক মসলিন শেখের হাত ধরেই রাজনীতিতে আসেন শেখ শাহজাহান। সেই মসলিন শেখের গোডাউনেই এই বিলাসবহুল গাড়িগুলির সন্ধান পান ইডির অফিসাররা। এদিন সকাল থেকেই সন্দেশখালির সরবেড়িয়ায় অভিযান চালায় ইডির তদন্তকারী দল। এদিন মসলিন শেখের বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কিন্তু তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর মসলিন শেখের গোডাউনে হানা দেয় ইডির তদন্তকারী দল।

বৃহস্পতিবার সন্দেশখালির কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে যান ইডির আধিকারিকেরা। ধামাখালির কাছে একটি পাইকারি মাছের বাজার এবং ওই বাজারের অন্যতম অংশীদার নজরুল মোল্লার বাড়িতেও তল্লাশি চালান তাঁরা। এর পরেই শাহজাহান মার্কেটের ওই গুদামে তালা খুলে তল্লাশি চালানো হয়। সেখানেই চোখে পড়ে চারটি গাড়ি। তার মধ্যে একটি শাহজাহান এবং অন্যটি তাঁর ভাই আলমগীরের নামে।