Thursday, August 21, 2025

শুক্রবারে ফের পর্যবেক্ষণ, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলার মানুষের উৎকণ্ঠার কারণ ছিল একটাই। গুরুতর আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় বাংলার লড়াকু নেত্রীর রক্তাক্ত ছবি দেখে আঁতকে উঠেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। তবে রাতে কিছুটা হলেও স্বস্তির খবর। স্থিতিশীল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কপালে তিনটে এবং নাকে একটা স্টিচ করার পর এখন বাড়িতেই বেড রেস্টে মুখ্যমন্ত্রী। মেডিকেল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ফের পর্যবেক্ষণ করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন সন্ধ্যায় উত্তরবঙ্গের কর্মসূচি সেরে সোজা নেত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই দুর্ঘটনা। দেরি না করে দ্রুত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান অভিষেক।

সন্ধ্যায় তৃণমূলের তরফে মমতার রক্তাক্ত কপালের ছবি পোস্ট করে দুর্ঘটনার কথা জানানো হয়। সেই ছবিতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে কেটে গিয়েছে। সেখান থেকে রক্ত গড়িয়ে নাকের পাশ দিয়ে ঠোঁট ছুঁয়ে গলা পর্যন্ত নেমেছে। এমনকি নাকেও রয়েছে ক্ষত। এরপরই বাংলার রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়। সব দল নির্বিশেষে রাজনৈতিক নেতৃত্বরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রাতের দিকে হাসপাতাল থেকে মমতা বাড়ি ফিরে যাবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মমতা পড়ে গিয়েছেন বলে জানান মণিময়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর মস্তিষ্কে আঘাত লেগেছে। গভীর ক্ষত হয়েছে কপালে। ক্ষতস্থান থেকে অনেকটা রক্তও বেরিয়েছে।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন। ক্ষতস্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, ডপলার, ইকো স্ক্রিনিং, সিটি স্ক্যান-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে রাতে তাঁকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। তবে এই মুহূর্তে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে এবং শুক্রবার ফের তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সূত্রে খবর রাতে বিস্কুট এবং দুধ খেয়েছেন মুখ্যমন্ত্রী, আপাতত তিনি ভাল আছেন।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version