শ্রেয়সের চোট, চিন্তায় নাইট শিবির

এদিকে অধিনায়ককে নিয়ে উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার শহরে চলে এলেন মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-সহ কেকেআরের

সামনেই ২০২৪ আইপিএল। তার আগে চিন্তার ভাঁজ কলকাতা নাইট রাইডার্স শিবিরে। চোট যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না শ্রেয়স আইয়ারের। ওয়াংখেড়েতে রঞ্জি ফাইনালের চতুর্থ ও পঞ্চম দিন ফিল্ডিং করতে দেখা যায়নি কেকেআর অধিনায়ককে। জানা গিয়েছে, শ্রেয়সের পিঠের চোট ফের মাথাচাড়া দিয়েছে। যে কারণে বিদর্ভের বিরুদ্ধে ফাইনালে ফিল্ডিং করেননি তিনি। যার ফলে ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম ম্যাচে শ্রেয়সের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শুক্রবার কলকাতায় এসে দলের সঙ্গে থেকেই রিহ্যাব করতে পারেন মুম্বইকর।

এদিকে অধিনায়ককে নিয়ে উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার শহরে চলে এলেন মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-সহ কেকেআরের ভারতীয় ক্রিকেটাররা। নাইটদের নতুন নায়ক রিঙ্কু সিং এবং কেকেআরকে দু’বার ট্রফি দেওয়া অধিনায়ক গম্ভীরকে বরণ করে নিতে কলকাতা বিমানবন্দরে শ’খানেক সমর্থক এদিন উপস্থিত ছিলেন। গম্ভীরের ছোঁয়ায় ট্রফির খরা কাটানোর অপেক্ষায় ভক্তরা। শুক্রবার বিকেলে ইডেনে চূড়ান্ত প্রস্তুতি শুরু রিঙ্কু সিং, নীতীশ রানাদের।

গত মরশুমে পুরো আইপিএলেই খেলতে পারেননি শ্রেয়স। পিঠের চোটের কারণেই অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। এবারও তেমনটা হবে না তো? কেকেআর সমর্থক এবং ম্যানেজমেন্ট আশঙ্কায়। রঞ্জি ফাইনালে ১১১ বল খেলার পথে দু’বার মুম্বইয়ের ফিজিওর কাছে পিঠের ব্যথার শুশ্রূষা করিয়েছিলেন। এরপর ম্যাচের বাকি দু’দিন ফিল্ডিং করতে পারেননি। একটি সূত্র বলেছে, ‘‘শ্রেয়সের পিঠের অবস্থা ভাল নয়। পুরনো চোটই আবার মাথাচাড়া দিয়েছে। আইপিএলের প্রথম ম্যাচ মিস করতে পারে।’’

আরও পড়ুন- রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার পুরস্কার পেল মুম্বই দল