একবার ভেবে দেখুন তো, কারোকে নগদে উপহার দিলে, তা সবসময় অসম সংখ্যাতেই কেন দেওয়া হয়? ১০০, ৫০০ বা ১০০০, এমনকি ২০০০ বা ৫০০০ হলেও কেন অতিরিক্ত ১ টাকার কয়েন দেওয়া হয়? জ্যোতিষ মতে এই এক টাকাটি দেওয়া হয় আশীর্বাদ স্বরূপ। উন্নতি, সাফল্য, সমৃদ্ধি, নতুন জীবনের সূচনার প্রতীক হিসেবে উপহারে এই এক টাকার কয়েন রাখা হয়।
কী কী কারণে খামের মধ্যে বড়সড় সংখ্যার টাকা হওয়া সত্ত্বেও ১ টাকার কয়েনের অভাবে সেই উপহার অসম্পূর্ণ থেকে যায়, জেনে নিন।
‘০’ সংখ্যাটি সমাপ্তি ঘোষণা করে, অন্য দিকে ‘১’ সংখ্যা সূচনার প্রতীক। এক টাকার কয়েন রেখে নিশ্চিত করা হয় যে, এই উপহারের প্রাপক যাতে কখনও শূন্য সংখ্যায় এসে না-দাঁড়ান।
আশীর্বাদ হয়ে পড়ে অপরিহার্য
এই এক টাকা আশীর্বাদের প্রতীক। তাই তো ১০১, ২৫১ বা ৫০১ টাকা দেওয়া হয়ে থাকে। শুভেচ্ছা, সৌভাগ্য, আশীর্বাদ দিলে সে সবই উপহার গ্রহীতার জীবনের অংশ হয়ে যায়।
মনে করা হয় যে এই অতিরিক্ত এক টাকাটি ঋণ। যাকে দেওয়া হচ্ছে, এটি তার কাছে ঋণ স্বরূপ, যা পুনরায় দেখা করার ইঙ্গিত বহন করে। ধারাবাহিকতার প্রতীক এই এক টাকার কয়েন। উপহারদাতা ও গ্রহীতার সম্পর্ক মজবুত হয় এর ফলে।