ফের ‘ফুল বদল’। আজ, শুক্রবার দিল্লি কিছু কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ফের বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর সঙ্গেই আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে যোগ দিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। দাদা শুভেন্দু অধিকারী ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে কার্যত সম্পর্ক ছিল না দিবেন্দ্যুর। যদিও তৃণমূলের টিকিটে জেতা সাংসদ পদ তিনি ছাড়েননি। লোকসভা ভোটের আগে এবার বিজেপির ঝান্ডা হাতে তুলে নিলেন।
অর্জুন সিং তৃণমূলের টিকিট না পেয়েই যে ফের বিজেপিতে ফিরলেন, তা দিনের আলোর মতো পরিস্কার। এমনকী, ব্যারাকপুরের বিজেপি কর্মী-সমর্থকরাও অর্জুনের যোগদান মেনে নিতে পারেননি। বিজেপি কর্মী সমর্থকদের একটি বড় অংশ অর্জুনের যোগদানের পর বসে যাবেন বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দলের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি সরাসরি অর্জুনের বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, অর্জুন সিং এখন স্বার্থপর, সুবিধাবাদী, লোভী লোক। নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। টিকিটের লোভেই ফের বিজেপিতে এসেছেন।
২০২১ সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। কিন্তু, এরপর ২০২২ সালে মে মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ফের একবার তৃণমূলে ফিরে যান তিনি। সেই সময় তিনি বলেছিলেন, ‘জুট সংক্রান্ত সমস্যার সমাধান হয়নি। ভুলবোঝাবুঝির জন্য মাঝে বিজেপি-তে যোগদান করেছিলাম।’
এদিকে দিব্যেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারী এতদিন কোন দলে, সেটা নিয়ে কোনও অবস্থান স্পষ্ট করেননি। তৃণমূলের তরফে শুরু থেকে দাবি করে আসা হচ্ছিল দিব্যেন্দু অধিকারী বিজেপির সঙ্গে রয়েছেন, অবশেষে তাঁর বিজেপিতে যোগদান তৃণমূলের দাবিকেই সিলমোহর দিল।