Wednesday, December 17, 2025

দাড়িভিটে ছাত্রমৃত্যুর ঘটনায় (Darivit Case)এবার আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha)বেঞ্চ জানায় ২০২৩ সালে এনআইএ-কে (NIA)তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপর ১০ মাস কেটে গেলেও তদন্তের কোনও অগ্রগতি নেই বলে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এরপরই নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে রুল জারি করা হয়। আগামী ৫ এপ্রিল তাঁদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর, শিক্ষক নিয়োগ ঘিরে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ছাত্র-পুলিশ খণ্ডযুদ্ধে বাঁধে। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল চত্বর। মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে ২ প্রাক্তন ছাত্রের। এরপরই পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যসরকার CID-কে তদন্তভার দেয়। মামলা গড়ায় আদালতে। প্রাথমিক চার্জশিট নস্যাৎ করে দেয় আদালত। এই মামলায় গত বছর মে মাসে NIA দিয়ে তদন্ত করানোর নির্দেশ দেন বিচারপতি মান্থা। কিন্তু এতদিন পরেও সেই নির্দেশ কেন কার্যকরী হয়নি সেই প্রশ্ন তুলে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে বলা হয় যে মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল। সেখানে মামলা বিচারাধীন। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানতে আইনগত সমস্যা থাকায় নথি হস্তান্তর করা যায়নি।


Related articles

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...
Exit mobile version