Thursday, August 28, 2025

CAA নিয়ে মার্কিন সমালোচনায় ‘ক্ষুব্ধ’ বিদেশমন্ত্রক, ভিত্তিহীন দাবি মুখপত্রের

Date:

আঁতে ঘা লাগতেই ফোঁস করে উঠল ভারতের বিদেশমন্ত্রক। নির্বাচনের আগে CAA লাগু করা নিয়ে দেশে এতটাই কোণঠাসা বিজেপি যে বিভিন্ন ছোটখাটো প্রকল্পও প্রচার করতে যে প্রধানমন্ত্রী দ্রুত লাইভে চলে আসেন, সেই মোদি এই ইস্যুতে একেবারেই মুখ ঢেকেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরকারের পৃষ্ঠপোষক মিডিয়ায় এসে আইনের পক্ষে সওয়াল চালাতে হচ্ছে। সেই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) সমর্থনও পায়নি কেন্দ্রের বিজেপি সরকার। এবার সমালোচনা আমেরিকার মুখেও। তবে আমেরিকা সরব হতেই চুপ থাকেনি ভারতের বিদেশমন্ত্রক। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে প্রমাণ করার জোর চেষ্টা চলছে CAA নিয়ে আমেরিকার দাবি কতটা “ভুল জায়গায় (misplaced), ভুল তথ্য নিয়ে (misinformed) ও ভিত্তিহীন (unwarranted)”।

সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) লাগু হলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রভাব পড়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। সেই সঙ্গে বিশ্বের তৃতীয় বৃহৎ মুসলিম অধ্যুষিত দেশে এই আইন তাদের জন্য কতটা ন্যায় বিচার এনে দেবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কীভাবে এই আইন কার্যকর হচ্ছে ভারতে তা নিয়ে নজরদারি চালানোর কথাও জানানো হয়েছে আমেরিকার তরফে। আর এই বক্তব্যের পরই নিজেদের কাজকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে মাঠে নেমেছে ভারতের বিদেশমন্ত্রক।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রশ্ন তোলেন, “ভারতের বহুত্ববাদী (pluralistic) সংস্কৃতি এবং দেশভাগের পরবর্তীতে বিভিন্ন এলাকার পরিস্থিতি নিয়ে যাদের জ্ঞান খুব সীমিত, তাদের এই বিষয়ে কথা না বলাই উচিত।” এরপরই কেন্দ্র সরকারের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে CAA-র পক্ষে সওয়াল করেন তিনি। সেই সব যুক্তিতে জয়সওয়ালের ব্যাখ্যা, “সিএএ লাগু করা নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, এবং আরও অনেকে এটা নিয়ে কথা বলছেন, আমাদের মতামত তাঁরা ভুল জায়গায়, ভুল তথ্য নিয়ে ও ভিত্তিহীন দাবি করছেন।”

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version