Saturday, May 3, 2025

সাহায্যের বদলে নাবালিকাকে যৌন হেনস্থা! লোকসভা ভোটের মুখে বিজেপির ‘অস্বস্তি’ বাড়ালেন ইয়েদুরাপ্পা

Date:

শনিবারই লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। শুক্রবার কমিশনের তরফে বিবৃতি দিয়ে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে লোকসভা ভোটের সময় যত এগিয়ে আসছে একের পর এক ঘৃণ্য কাণ্ডে বিপাকে পড়ছে মোদি সরকার (Modi Govt)। শুক্রবার একদিকে যখন নির্বাচনী বন্ড নিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় কেন্দ্রের তখনই দলের গুরুত্বপূর্ণ এক সদস্যের মাত্রাতিরিক্ত অসভ্যতার জেরে লোকসভা ভোটের আগে ফের মুখ পুড়ল গেরুয়া শিবিরের। এবার এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার (B S Yedurappa) বিরুদ্ধে। এমন ঘটনার কথা সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, এটা আর নতুন কী? নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও’-র মূল মন্ত্র কী তা দেখতে পাচ্ছে দেশবাসী। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে এমন ঘটনা শুনে অবাক হওয়ার মতো কিছুই নেই।

ইতিমধ্যে ১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছর বয়সী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় ইয়েদুরাপ্পার কাছে সাহায্যের জন্য গিয়েছিলেন। সে সময়ই যৌন নিগ্রহের মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। সূত্রের খবর, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। এরপরই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় মেয়েকে নিয়ে ইয়েদুরাপ্পার দ্বারস্থ হন নাবালিকার মা। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের সাহায্য তো উলটে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ।

লোকসভা নির্বাচনের আগে কর্নাটককে নিজেদের দখলে রাখতে চেষ্টার কসুর করছে না বিজেপি। লিঙ্গায়েত জনগোষ্ঠীর নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার উপরেই ভরসা রেখেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে মুখ করেই ঘুঁটি সাজাচ্ছিল বিজেপি। ইতিমধ্যে তাঁর এক পুত্র বিজয়েন্দ্রকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর অপর পুত্র রাঘবেন্দ্র হাতে পেয়েছেন শিমোগা কেন্দ্রের টিকিট। কিন্তু এমন পরিস্থিতিতে ইয়েদুরাপ্পাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় দল সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version