Monday, November 10, 2025

যোগী পুলিশকে ডোন্ট কেয়ার! সেন্ট্রাল জেলে বসেই ‘দাদাগিরি’ অভিযুক্তের, ভাইরাল ভিডিও

Date:

যত কাণ্ড যোগীরাজ্যে! লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এবার জেলে বসেই সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংয়ের অভিযোগ এক দাগী অপরাধীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের মুখে ফের বড়সড় প্রশ্নের মুখে যোগীরাজ্যের আইনশৃঙ্খলা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ২ মিনিটের লাইভ সম্প্রচারের ভিডিও রীতিমতো ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। ভিডিওতে খুনের মামলায় অভিযুক্ত ওই যুবককে বলতে শোনা যায় “মনে হচ্ছে স্বর্গে আছি, খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসব। চিন্তার কোনও কারণ নেই”।

শুধুমাত্র নিজের বক্তব্য জানানো নয়, এদিন কমেন্ট সেকশনে আসা একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল অভিযুক্ত আসিফ। বরেলী সেন্ট্রাল জেলের এমন কাণ্ড সামনে আসতেই যোগীসরকারের সমালোচনায় সরব বিরোধীরা। সূত্রের খবর, যোগী সরকারের পূর্ত দফতরের এক ঠিকাদার রাকেশ যাদবকে খুনের মামলায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিরোধীদের অভিযোগ, যেখানে যোগী সবসময় আইনশৃঙ্খলা ইস্যুতে ‘জিরো টলারেন্সের’ বুলি আওড়ান সেখানে কীভাবে সকলের নজর এড়িয়ে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি জেলে বসেই কীভাবে অভিযুক্ত যুবক আশ্বাস দিচ্ছেন আর কয়েকদিন বাদেই জেল থেকে বেরিয়ে যাবেন? ভিডিয়ো প্রকাশ্যে আসতে হুলস্থুল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের বরেলিতে। যদিও বিষয়টি ধামাচাপা দিতে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। কিন্তু জেলের মধ্যে ফোন নিয়ে প্রবেশ তো দূর সেখানে বসে রীতিমতো লাইভ করে আত্মীয়, পরিজনদের সঙ্গে বেশ খোশমেজাজে দেখা যায় আসিফকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version