Monday, November 10, 2025

ওপিনিয়ন পোল: বাংলায় আসন বাড়বে তৃণমূলের, কমবে বিজেপি, বাম-কংগ্রেস শূণ্য!

Date:

রাত পোহালেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, সেই সমীক্ষা সামনে আনছে। বাংলার ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত ২০ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও। বামেদের তরফে প্রথম পর্যায়ে ১৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি।

ভোটের হাওয়া কোন দিকে? যৌথভাবে জনমত সমীক্ষা করল ম্যাট্রিজ জি-নিউজ। ২০১৯-এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা দেখে কার্যত চমকে গিয়েছিলেন অনেকেই। সেবার ১৮ আসনে জিতেছিলেন পদ্মপ্রার্থীরা। আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল ২২ আসন। এবার কী হবে?

ম্যাট্রিজ জি-নিউজ জনমত সমীক্ষায় বাংলায় কিন্তু এগিয়ে আছে তৃণমূল। তাদের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে এবার আসন সংখ্যা বাড়বে তৃণমূলের। সেক্ষেত্রে বলা হয়েছে, তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপির ঝুলিতে যাবে ১৭টি অর্থাৎ গতবারের তুলনায় এ রাজ্য থেকে বিজেপির একটি আসন কমছে। কংগ্রস পেতে পারে একটি আসন। জোট হলেও বামেদের ঝুলি যথারীতি শূণ্য!

স্রেফ আসন সংখ্যাই নয়, এ রাজ্যে ভোট শতাংশের বিচারে এগিয়ে তৃণমূলই। তবে খুব একটা পিছিয়ে থাকবে না বিজেপিও। ম্যাট্রিজ জি-নিউজ জনমত সমীক্ষা বলছে, ভোট শতাংশ তৃণমূলের পক্ষে ৪২.৬। বিজেপির ৪১.৫। জোট হলে কংগ্রেস ও বাম ১১.৯। অন্যন্য–৪.০।

২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। দেশজুড়ে সিএএ লাগু হওয়ার পর এই সমীক্ষা চালিয়েছে ম্যাট্রিজ জি-নিউজ। ৬১,৪৭৫ জন পুরুষ আর ৩৭,৫৬৮ জন মহিলা। দেশের ৫৪৩টি লোকসভা আসনে ১১৩,৮৪৮ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। বাদ যাননি ১৪,৭৯৯ জন প্রথমবারের ভোটারও।

অন্যদিকে, এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এনডিএ-ই। কিন্তু মোদির ‘৪০০ পার’-এর দাবি পূরণ হবে না বলেই দাবি। সমীক্ষায় বলা হয়েছে, ৩৬৬ আসনে জিতবে এনডিএ। রাজ্যগুলির ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ। কিন্তু বাংলায় তাদের ফলাফলের বিশেষ উন্নতি হবে না। বড়জোর এ রাজ্য থেকে তাদের একটি আসন বেড়ে ১৯ হতে পারে। তৃণমূল গতবারের থেকে কিছুটা ভালো ফল করবে। তারা জিততে পারে২৩টি আসনে। গতবার এই সংখ্যা ছিল ২২। বামেরা ফিরবে শূন্য হাতেই। কংগ্রেসেরও একই হাল হতে চলেছে।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের

Related articles

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...
Exit mobile version