Sunday, August 24, 2025

আসন্ন লোকসভা ভোটে (Loksabha Election) অন্যতম নজরকাড়া কেন্দ্র হতে চলেছে ঘাটাল (Ghatal)। পশ্চিম মেদনীপুরের এই আসনে এবার দুই হেভিওয়েট অভিনেতার লড়াই। গত দু’বারের তৃণমূল সাংসদ দেবের (Dev) বিরুদ্ধে বিজেপির বাজি খড়গপুর সদরের বিধায়ক হিরণ (Hiran)। দুই অভিনেতার সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞতা আছে।

তবে অভিনয় জগতের মানুষ দেব কিংবা হিরণ বুঝিয়ে দিয়েছেন, ভোটের ময়দানে কেউ কাউকে একইঞ্চি জমিও ছাড়বেন না। তৃণমূলের দেবের বিরুদ্ধে একাধিক বার দুর্নীতির অভিযোগ তুলেছেন হিরণ। এবার হিরণকে জবাব দিয়ে দেব বললেন, “হিরণ বার বার আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে চলেছেন। কিন্তু খড়্গপুড়ে উনি কী কাজ করেছেন, সেই পরিসংখ্যান এক বারও দেখাচ্ছেন না। আমার বিরুদ্ধে ওঁর কাছে কোনও প্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান। ইডি তো আমাকে ডেকেছিল। আমি হাসতে হাসতে গিয়েছি। হাসতে হাসতে বেরিয়ে এসেছি। আমি কখনও কাউকে ছোট করিনি।”

বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে দেব বলেন, “ওই প্রকল্প নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আমি জিতি বা হারি, ওই প্রকল্প হবেই। দিদি আমাকে কথা দিয়েছেন। লোকসভা ভোটের পরে যদি কাজ শুরু না হয়, ছাব্বিশের ভোটে আপনারা বুঝে নেবেন। দিদি এত বড় মিথ্যা কথা বলবেন না। এ ছাড়া, পাঁশকুড়া রেল সেতু এবং ডেবরা রেল সেতুর কাজও চলছে। আগামী দিনে রেললাইনের বিষয়টিও দেখা হবে।” রেললাইন নিয়ে লোকসভায় কথা হয়েছে বলে জানান দেব। তিনি বলেন, “রেললাইন করতে যে জমি প্রয়োজন, তার বেশিরভাগ কৃষি জমি। তাই আলোচনা চলছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার কথা জানতে পেরে ঘাটালের বিশালাক্ষী মন্দিরে যান দেব। সেখানে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পুজো দেন।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version