Wednesday, November 12, 2025

গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বইয়ে হার্দিক, পুরোনো ছাত্রকে নিয়ে কী বললেন গুজরাত কোচ আশিস নেহরা?

Date:

আসন্ন আইপিএল-এ সব থেকে বড় চমক ছিলো হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া। দু’বছর গুজরাতে থাকার পর নিজের পুরোনো ক্লাব মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। মুম্বইকে দেবেন নেতৃত্বও। কিন্তু এই হার্দিককে নাকি ধরে রাখার চেস্টা করেনি গুজরাত। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন কোচ আশিস নেহরা।

এই নিয়ে এদিন আশিস নেহরা বলেন, “ আমি হার্দিককে থাকার জন্য রাজি করাতে যাইনি। যত খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে। ও যদি মুম্বই ছাড়া অন্য কোনও দলে যেত, আমি আটকাতাম। কিন্তু গুজরাতের হয়ে হার্দিক খেলেছে দু’বছর। মুম্বইয়ের হয়ে ৫-৬ বছর খেলেছে ও। সেই দলেই ফিরেছে হার্দিক। ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে ফুটবলের মতোই দলবদল হবে। হার্দিকের সামনে নতুন পরীক্ষা। আশা করি ও সাফল্য পাবে।”

হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় গুজরাত দলকে এবার নেতৃত্ব দেবেন শুভমন গিল। নেহরা মনে করেন শুভমনের নেতৃত্বের দিকে গোটা দেশ তাকিয়ে থাকবে।এই নিয়ে তিনি বলেন, “ শুধু আমি নই, গোটা দেশ তাকিয়ে রয়েছে শুভমনের দিকে। ও সেই ধরনের ক্রিকেটার। শুভমন তিন ধরনের ক্রিকেটেই ভাল খেলতে চায়। আমরা চাই ও শুধু অধিনায়ক নয়, মানুষ হিসাবেও আরও বড় হয়ে উঠুক। ভাল মানুষ হয়ে উঠলে, দলকে ভাল নেতৃত্বও দেবে শুভমন। হার্দিকও প্রথমবার গুজরাতকে নেতৃত্ব দিয়েছিল। এর আগে অনেকেই প্রথমবার কোনও না কোনও দলকে নেতৃত্ব দিয়েছিল। নীতীশ রানা, শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারকে আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। দেখা যাক শুভমন কী ভাবে সেটাকে সামলায়।”

২৪ মার্চ আইপিএল-এর অভিযান শুরু করবে গুজরাত। প্রথম ম্যাচে শুভমনদের মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন- অলিম্পিক্সের জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হল অচিন্ত্যকে, কিন্তু কেন?

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version