মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে কুরুচিকর মন্তব্য! খেজুরিতেই “অসভ্য” শুভেন্দুকে জবাব দেবে তৃণমূল

0
2

মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের আঘাত নিয়ে যখন বাংলা সহ গোটা দেশজুড়ে তাঁর দ্রুত আরোগ‌্য কামনা করছে, ঠিক তখনই খেজুরি থেকে অশ্লীল অঙ্গভঙ্গি, কুরুচিকর মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। খেজুরিতেই “অসভ্য” শুভেন্দুকে জবাব তৃণমূল, জানিয়ে দিলেন কুণাল ঘোষ।

তৃণমূলের অভিযোগ, ‘‘শিক্ষা-সংস্কৃতি-শিষ্টাচার কোনওটাই না আছে শুভেন্দুর, না আছে বিজেপির। মাতৃজাতি তথা নারীদের যে বিজেপি বিন্দুমাত্র সম্মান করতে জানে না তার প্রমাণ খেজুরির সভা থেকে ফের বুঝিয়ে দিলেন শুভেন্দু।’’

মুখ‌্যমন্ত্রীর এই গুরুতর অসুস্থতা নিয়ে শুভেন্দুর এই কুৎসা ও অশ্লীল অঙ্গভঙ্গির কড়া জবাব দিয়েছেন দলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। মাথা ফেটেছে, সেলাই হয়েছে। গোটা দেশ, গোটা বিশ্ব আরোগ্য কামনা করছে। সেখানে লোডশেডিং-এ জেতা বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী যে অঙ্গভঙ্গিমায়, যে কুরুচিকর ভাষায় কথা বললেন, সেটা বাংলার কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে যায় না।”

তাঁর সংযোজন, “যে কোনও মানুষ অসুস্থ হতে পারেন। পড়ে যেতে পারেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও একবার বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ঘটনা নিয়েও চিকিৎসকরা ব্যাখ্যা দিয়েছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, গোটা বাংলা, গোটা দেশ আরোগ্য কামনা করছে, ঠিক সেই সময় শুভেন্দু ও বিজেপির এক সাংসদ দীনেশলাল যাদব কটাক্ষ করছেন। এটাই বিজেপির সংস্কৃতি।”

শুভেন্দুকে জবাব দিয়ে কুণাল বলেন, “শুভেন্দু যাঁকে যস্বশী প্রধানমন্ত্রী বলেন, সেই নরেন্দ্র মোদিও সৌজন্য দেখিয়েছেন। আরোগ্য কামনা করেছেন। কিছুদিন আগে শুভেন্দুর বাড়ির লোক অসুস্থ হয়েছিলেন। তাহলে কী শুভেন্দুর নৈতিক অধঃপতন দেখে তাঁর বাড়ির লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন? এগুলি বললে রুচি বিরোধী কথা হয়ে যাবে। আমরা বলতে চাই না। শুভেন্দুর বাড়িতেও বয়স্ক বাবা মা আছেন। ওনার সুস্থ থাকুন। যে নেত্রী ও তাঁর দলের দয়ায়, তৃণমূল কর্মীদের আবেগ ভালোবাসা, শহিদদের রক্তের উপর ভর করে শুভেন্দুর বাবা কেন্দ্রের মন্ত্রী। ভাইরা সব মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান হয়েছিলে। আর আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়েছেন, রক্তপাত হয়েছে, সেটা নিয়ে শুভেন্দু কুরুচিকর মন্তব্য করছে।”

“অসভ্য” শুভেন্দুকে খেজুরিতেই জবাব দিতে তৈরি হচ্ছে তৃণমূল। কুণালের কথায়, “শুভেন্দু খেজুরির যে জায়গায় দাঁড়িয়ে এই অসভ্যতা করেছে, সেখানেই তৃণমূল জবাব দেবে। মানুষকে বলা হবে তৃণমূল উন্নয়নের রাজনীতি করে। বিজেপি যখন দেখছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তখন নোংরা রাজনীতি করছে। বয়স কারও থেমে থাকে না। বয়স নিয়ে কটাক্ষ করবেন না। এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সক্রিয়, গতিশীল সেটা আর কোন দলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এভারগ্রিন, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, গণ আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। শুধু শুভেন্দু নয়, তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দুর মুখে এমন ভাষা। খেজুরির মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবেন।”

আরও পড়ুন- অবশেষে ভোটের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিলে স্বাক্ষর রাজ্যপালের, দেরি নিয়ে নীরব রাজভবন!