Wednesday, August 27, 2025

এবারেও ব্রাত্য জম্মু- কাশ্মীর! ভূস্বর্গে হচ্ছে না বিধানসভা ভোট

Date:

দেশ জুড়ে লোকসভা ও বিধানসভা ভোটের (Loksabha & Assembly Election Schedule)নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। ১৯ এপ্রিল শুরু হবে এবারের নির্বাচন, চলবে ১জুন পর্যন্ত। এবার ৭ দফায় হবে নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশেও বিধানসভা ভোট। কিন্তু এই তালিকায় আয়তনের হিসেবে দেশের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম নেই। প্রায় এক দশক পরেও জম্মু – কাশ্মীরে বিধানসভা ভোটের (Jammu Kashmir Assembly Election)কোনও ঘোষণা নেই। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এরপর ২০১৯ সালে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করে মোদি সরকার (Modi Government)। ফলে জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা হারায়। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট মোদি সরকারের সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার পরেই সেখানে বিধানসভা নির্বাচন করানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু আজ রাজীব কুমারের ঘোষণায় সেইরকম কিছুই জানানো হল না। যদিও জম্মু ও কাশ্মীরের ৫টি এবং লাদাখের ১টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন।

ডিলিমিটেশন কমিশন-এর রিপোর্টের ভিত্তিতে গত বছর কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আসনসংখ্যা ৮৩ থেকে বাড়িয়ে ৯০ করা হয়েছিল । সাতটি আসনের মধ্যে ৬টি বেড়েছে জম্মুতে এবং কাশ্মীরে ১টি আসন বাড়ানো হয়েছে। এরপরই কাশ্মীরের তুলনায় জম্মুতে আসন বাড়ানো নিয়ে বিতর্ক হয়। নতুন ব্যবস্থায় জম্মু-কাশ্মীরে যে পাঁচটি লোকসভা কেন্দ্র রয়েছে, তার প্রত্যেকটিতে ১৮টি করে বিধানসভা কেন্দ্র থাকছে। যদিও ১০ বছরেও ভূস্বর্গে বিধানসভা ভোট করে ওঠা গেল না।

Related articles

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...
Exit mobile version