আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? বড় আপডেট আলিপুরের

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা! শনিবার বিকেল থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Office)। এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহের বুধবার অবধি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পাশাপাশি এদিন আরও জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ছাড়াও ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। শনিবার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার সর্বত্রই বৃষ্টি বাড়তে পারে। তবে সোম থেকে বুধবার পর্যন্ত সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরের তরফে জানানো হয়েছে শুধু বৃষ্টিই নয় এর পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গ আপাতত শুকনো থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং এবং কালিম্পঙে শনিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও সপ্তাহের বাকি দিনগুলিতে তার কোনও সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। মূলত ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তীসগঢ় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে।