Wednesday, January 14, 2026

রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশিত, জানালো নির্বাচন কমিশন

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজনৈতিক দলগুলির মুখবন্ধ খামে পেশ করা ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে রবিবার এই কথা জানানো হয়। কমিশনের অনুমান ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর আগের ইলেক্টোরাল বন্ডের ডিজিটাল তালিকা রয়েছে এই তথ্যে। সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যেভাবে তথ্য পেশ করা হয়েছিল, সেই ভাবেই নিজেদের ওয়েবসাইটে সব তথ্য তুলে ধরা হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে।

১২ এপ্রিল সুপ্রিম কোর্ট এসবিআই-এর পেশ করা তথ্যে অসন্তোষ প্রকাশ করে রাজনৈতিক দলগুলির বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেয়। কীভাবে অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেওয়া হয়। সেই মতো রাজনৈতিক দলগুলি মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে নিজেদের ইলেক্টোরাল বন্ড থেকে প্রাপ্ত টাকার হিসাবে পেশ করে। তবে একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসবিআই-এর কাছে প্রতিটি বন্ডের ইউনিক নম্বর চাওয়া হয়েছিল, যাতে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য পেশ করা সম্ভব হয়।

তবে রবিবার কমিশন ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করার পর দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ড ভাঙানোর দৈনিক হিসাব থেকে শুরু করে সামগ্রিক হিসাব পাওয়া যাচ্ছে ১৬ এপ্রিল ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তথ্য অনুযায়ী এই সময়কালের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ভাঙানো অর্থ:
বিজেপি – ৬,৯৮৬.৫ কোটি
কংগ্রেস – ১,৩৩৪.৩৫ কোটি
তৃণমূল কংগ্রেস – ১,৩৯৭ কোটি
ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) – ১,৩২২ কোটি
বিজু জনতা দল (বিজেডি) – ৯৪৪.৫ কোটি
ওয়াইআরএস (কংগ্রেস) – ৪৪২.৮ কোটি
টিডিপি – ১৮১.৩৫ কোটি

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...