Thursday, August 21, 2025

ফের বাইডেনের দেশে খুন ভারতীয় পড়ুয়া! জঙ্গলের ভিতর থেকে উদ্ধার দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

সময় যত গড়াচ্ছে আমেরিকায় ভারতীয়দের (Indian Student) মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ফের জো বাইডেনের (Joe Biden) দেশে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত ওই পড়ুয়ার নাম পারুচুরি অভিজিৎ (Paruchuri Avijit) (২০)। আমেরিকার এক জঙ্গলে গাড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে তাঁকে খুন করা হল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, সম্প্রতি আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের বাসিন্দা অভিজিৎ। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ অভিজিতের পরিবার। তাঁর বাবা পারুচুরি চক্রধর জানিয়েছেন, ছেলে বিদেশে লেখাপড়া করতে গেলেও একেবারেই সায় ছিল না মায়ের। তবে শেষমেশ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই ওই পড়ুয়াকে বিদেশে পাথাতে রাজি হয় পরিবার। কিন্তু আচমকা ছেলের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পরিবারে। তবে অভিজিতের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পুলিশের প্রাথমিক অনুমান, পড়ুয়ার থেকে টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার কারণেই তাঁকে খুন করতে পারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। পাশাপাশি কলেজের কারও সঙ্গে টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা হয়েছিল কী না তাও খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে অভিজিতের দেহ ভারতে পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকা প্রশাসন। তবে এমন কাণ্ড এই প্রথম নয়, বিগত কয়েক মাসে কমপক্ষে ৮ ভারতীয় পড়ুয়াকে খুন করার অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি অমরনাথ ঘোষ নামে ওয়াশিংটনে এক ভারতীয় নৃত্যশিল্পীকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তারমধ্যেই অন্ধ্র প্রদেশের অভিজিতের মৃত্যুর ঘটনায় সরগরম আমেরিকা।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version