Sunday, August 24, 2025

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দিন বদল! ৪ জুন নয় অরুণাচল-সিকিম বিধানসভার ভোটগণনা

Date:

ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দিন বদল করতে হল নির্বাচন কমিশনকে (Election Commission)। ৪ জুন হচ্ছে না অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিম (Sikkim) বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ২ জুন ভোটগণনা হবে উত্তর-পূর্বের দুই রাজ্যে। রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল নির্বাচন কমিশন।

শনিবারই ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন (Election Commission)। একই সঙ্গে চার রাজ্যে বিধানসভার ভোটের দিনক্ষণও ঘোষণা করা হয়। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা লোকসভা ভোটের সঙ্গে ৪ জুনই হবে বলে জানানো হয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্বের দুই রাজ্যের ভোটগণনার দিন পরিবর্তন করল কমিশন।

কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন?
সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন। সেক্ষেত্রে ৪ জুন যদি গণনা করা হয়, তাহলে চলতি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে ভোটপ্রক্রিয়া মেটানো সম্ভব হবে না। সেই কারণেই তড়িঘড়ি ভোটগণনার দিন এগিয়ে আনা হল। তবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা ভোটের গণনা হবে লোকসভা ভোটের সঙ্গে ৪ জুনই।

রাজনৈতিক মহলের প্রশ্ন, চিফ নির্বাচন কমিশনার রাজীব কুমার শনিবার, সাংবাদিক বৈঠকে বলেন, গত ২ বছর ধরে এই ভোটের প্রস্তুতি নিয়েছেন তাঁরা। তাও এই দুই রাজ্যে যে সাংবিধানিক সংকট হতে পারে সেটা নজরে এলো না কেন? ঘোষণার পরে আবার দিনবদল কমিশনের অকর্মণ্যতার প্রমাণ বলে মত অনেকের।




Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version