স্পন্দনের বসন্তোৎসব, শিল্পী কলাকুশলীদের পুরস্কৃত করলেন দেবাশিস কুমার

সংস্থার শিল্পীরা ব়্যাম্পওয়াক, মডেলিং ফটোশুট ও ডিজের তালে নাচগানে মেতে ওঠেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কাছে।

মার্চমাস পড়তেই বিদায় নিয়েছে শীত। আর বসন্তের ছোঁয়া পেতেই বাঙালি নিজের মতো করে মেতে উঠেছে বসন্তোৎসবের আনন্দ গায়ে মাখতে। ব্যতিক্রম নয় স্পন্দন। রবিবারের রোদ গায়ে মেখে ময়দানে নিজস্ব আঙ্গিকে তারা মেতে উঠল ‘বাংলার বসন্ত উৎসব’ পালনে।

সংস্থার শিল্পীরা ব়্যাম্পওয়াক, মডেলিং ফটোশুট ও ডিজের তালে নাচগানে মেতে ওঠেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কাছে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। সংস্থার সেরা ডিজাইনার, মডেল, ক্যামেরাপার্সনকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তাঁর কথায় বসন্তের প্রকৃতির যে শোভা তা কবিদেরও ছুঁয়ে যায়। সাধারণ মানুষ যে বসন্তে উৎসবমুখর হবেন তা বলা বাহুল্য।