Thursday, August 21, 2025

সম্প্রতি রানি মুখার্জি অভিনীত একটি সাড়া ফেলে দেওয়া সিনেমায় নরওয়ের এক ভারতীয় মাকে তাঁর সন্তানের থেকে আলাদা হয়ে যেতে হয়েছিল হাতে করে খাবার খাওয়ানোর জন্য। আসলে খাবারের প্রক্রিয়াকরণ থেকে বিক্রি, পরিবেশন, এমনকি খাওয়া পর্যন্ত ভারতীয়রা বা ভারতীয় উপমহাদেশে যেভাবে শরীরের বিভিন্ন অংশের ব্যবহার হয় তা অনেক দেশের কাছেই ‘অসভ্যতা’র সামিল। জিভে জল আনা স্বাদ ও তার বৈচিত্রের জন্যই দুনিয়া জুড়ে বিখ্যাত ভারতীয় খাবার। সে বিরিয়ানিই হোক বা বাড়ির খাবার, স্ন্যাকস বা বিভিন্ন রকমের ডেজার্ট। ভারতীয় খাবারে ঐতিহ্যের পাশাপাশি বিশেষ বিশেষ কোনও পদ রান্না করার পদ্ধতির কারণেও হয়ে ওঠে অনন্য। আবার কোনও কোনও রান্নার পদ্ধতি তুলে দেয় প্রশ্ন।

এরকমই একটি প্রশ্ন তুলে দিয়েছে দেশি পাঁপড় যা ক্রিস্পি স্ন্যাক্স বলে পরিচিত, সেই দেশি পাঁপড় তৈরির ভিডিও। ইন্স্টাগ্রাম ভিডিওতে ওই পাঁপড় তৈরি দেখে স্বাস্থ্যবিধি নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। ওই ভিডিওতে একজন মহিলাকে খালি হাতে পাঁপড় তৈরি করতে দেখা গিয়েছে।ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিওটি।

ভাইরাল ভিডিওতে মসুর ডাল, ছোলা, চাল, আলুর ময়দা, মশলা ও নুন দিয়ে পাঁপড় তৈরির মিশ্রণটি তৈরি করতে দেখা যায় ওই মহিলাকে। এরপর, একটি গরম পাত্রের মধ্যে ওই মিশ্রণটি শুকনো হবার জন্য ঢেলে দেন তিনি। ওই ভিডিওতে এরপর দেখা যায়, মিশ্রণটি শুকনো হয়ে গেলে তাকে বান্ডিল করার পর স্টিলের বাটি ব্যবহার করে পা দিয়ে চেপে সেগুলিকে গোল আকারে কাটা হচ্ছে। এরপরে আবার সেগুলিকে আলাদা করে প্যাকেজ করার আগে বাইরে খোলা জায়গায় রোদে শুকানো হচ্ছে।

যেভাবে পা দিয়ে গোল গোল পাঁপড় বিক্রির জন্য তুলে ধরা হচ্ছে, সেখানেই উঠেছে প্রশ্ন। অনেকেই খাবার স্বাস্থ্যকর ও নিরাপদ কি না তা পরীক্ষা করে দেখার দাবিও জানিয়েছেন। যদিও এতে ভারতীয় পদ্ধতিতে তৈরি খাবারে সরকারি আধিকারিকদের হানা বাড়বে কি না, বা সাধারণ মানুষ লোভনীয় পাপড়ের থেকে মুখ ফিরিয়ে নেবে কি না, তা মোটামুটি লাখ টাকার প্রশ্ন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version