গাড়ির ব্যাক সিটে বসলে সিট বেল্ট বাধ্যতামূলক, জারি নয়া বিজ্ঞপ্তি

গাড়ি করে যাঁরা ঘোরাফেরা করেন তাঁরা জানেন ড্রাইভিং সিটে এবং সামনের সিটে বসলে সিট বেল্ট পরা বাধ্যতামূলক। কিন্তু ব্যাক সিটে বসা যাত্রীদেরও এই নিয়ম মানতে হবে? শুক্রবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের (Ministry of Road Transport and Highways) তরফে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামী বছরের পয়লা এপ্রিল থেকে ব্যাক সিটে বসা যাত্রীদের সিট বেল্ট পরা বাধ্যতামূলক (mandatory for back seat passengers to wear seat belts)। নিয়ম না মানলে গুনতে হবে জরিমানা।

পরিবহন মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে দেশে বিক্রি হওয়া সমস্ত গাড়িতে ‘রিয়ার সিট বেল্ট অ্যালার্ম’ লাগানোর ব্যাপারে গাড়ি নির্মাতা সংস্থাদের নির্দেশ দেওয়া হয়েছে। গাড়িতে যাত্রী ওঠার সঙ্গে সঙ্গে এই অ্যালার্ম বেজে উঠবে। যাত্রী সিট বেল্ট না পরা পর্যন্ত তাঁকে সতর্ক করতে এই অ্যালার্মটি বেজে চলবে। নিয়ম না মানলে ন্যূনতম à§§ হাজার টাকা জরিমানা করা হবে। সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস (CMVR) এর বিধি à§§à§©à§® (à§©) এর অধীনে পিছনের সিট বেল্টও পরার নিয়ম রয়েছে। এতদিন এটি বাধ্যতামূলক থাকলেও আগামী বছর থেকে বদলে যাচ্ছে নিয়ম।