Sunday, August 24, 2025

নির্বাচনের আগে ফের স্বমহিমায়! বাইডেনকে বিঁধে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

তাঁকেই নির্বাচিত করতে হবে। এর অন্যথা হলে রক্তগঙ্গা বইবে আমেরিকায় (America)। ফের ভয়ঙ্কর হুমকি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী নভেম্বর মাসেই প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন (Joe Biden)। আর তা নিয়ে ইতিমধ্যে বিশ্ব রাজনীতি উত্তাল। আর সময় যত এগিয়ে আসছে একের পর এক নির্বাচনে (Presidential Election) জয়ের মধ্যে দিয়ে নিজের জায়গা পার রীতিমতো পাকা করে নিয়েছেন ট্রাম্প। তবে লড়াইয়ে নামার সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন বাইডেনও।

শনিবার ওহিওতে এক জনসভায় উপস্থিত হয়ে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এদিনের সভায় তিনি সাফ জানান, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আগামী ৫ নভেম্বর। পাশাপাশি ট্রাম্পের আরও দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য মঙ্গলের। এছাড়াও এদিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করে ‘অভিবাসন নীতি’ নিয়েও একহাত নেন ট্রাম্প। তিনি বলেন, লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের ওয়ার্ক পারমিট দিয়ে বাইডেন বারবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরি মেরেছে। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি, তিনি যদি নির্বাচিত না হন তা হলে ‘রক্তগঙ্গা’ বইবে আমেরিকায়।

ট্রাম্পের আরও দাবি, চিন মেক্সিকোতে গাড়ি তৈরি করে তা মার্কিনিদের কাছেই বিক্রি করার পরিকল্পনা করছে। এপ্রসঙ্গে রিপাবলিকান নেতার হুঁশিয়ারি, আমি নির্বাচিত হলে ওরা গাড়িগুলো বিক্রিই করতে পারবে না।

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version