Friday, August 22, 2025

বিচারপতি থাকার সময়ও বিতর্কিত। পদত্যাগ করেও সমালোচিত। নির্বাচনে হেরে আর ‘মুখ পোড়াবেন’ না- অভিজিৎ গঙ্গোপাধ্যা য়কে (Abhijit Ganguli) ‘সুপরামর্শ’ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে পোস্ট করেন কুণাল। শনিবার, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কুণাল বলেন, এই আসনে তৃণমূলই (TMC) জিতবে। তার পরে তৃণমূল নেতার সংযোজন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) আপনাকে ভোটে জিততে দেবে না।”

শনিবারের সভায় শুভেন্দুকে নিশানা করে অভিজিৎ গঙ্গোপাধ্যারকে (Abhijit Ganguli) উদ্দেশ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।” কারণ হিসেবে কুণালের মত, “আপনি কেন, বিজেপিতে অন্যে কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।”

এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতির উদ্দেশে কুণাল লেখেন,
”পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।”

বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের সুবক্তা ও স্যোশাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশুকে। দেবাংশুর সমর্থনে কুণাল শনিবার বলেন, “ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ, এখনও সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে, আপনি ভোটে দাঁড়াবেন না।” শুভেন্দু আক্রমণ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।”




Related articles

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...
Exit mobile version