Friday, November 7, 2025

নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান: অভিজিৎকে ‘সুপরামর্শ’ কুণালের

Date:

বিচারপতি থাকার সময়ও বিতর্কিত। পদত্যাগ করেও সমালোচিত। নির্বাচনে হেরে আর ‘মুখ পোড়াবেন’ না- অভিজিৎ গঙ্গোপাধ্যা য়কে (Abhijit Ganguli) ‘সুপরামর্শ’ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, সকালে নিজের এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে পোস্ট করেন কুণাল। শনিবার, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কুণাল বলেন, এই আসনে তৃণমূলই (TMC) জিতবে। তার পরে তৃণমূল নেতার সংযোজন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) আপনাকে ভোটে জিততে দেবে না।”

শনিবারের সভায় শুভেন্দুকে নিশানা করে অভিজিৎ গঙ্গোপাধ্যারকে (Abhijit Ganguli) উদ্দেশ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।” কারণ হিসেবে কুণালের মত, “আপনি কেন, বিজেপিতে অন্যে কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।”

এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতির উদ্দেশে কুণাল লেখেন,
”পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে।”

বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই জল্পনা ছড়িয়েছে তমলুক আসনে ভোটে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের সুবক্তা ও স্যোশাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশুকে। দেবাংশুর সমর্থনে কুণাল শনিবার বলেন, “ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ, এখনও সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে, আপনি ভোটে দাঁড়াবেন না।” শুভেন্দু আক্রমণ করে তৃণমূলের প্রাক্তন সাংসদের বলেন, “যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।”




Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version