Thursday, August 21, 2025

ভাবতেই পারেননি কোন বিপদ অপেক্ষা করে আছে।প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরছিলেন বাড়িতে।শনিবার জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফেরার সময়ে আচমকাই পড়ে যান এক দল হাতির সামনে।কেশিয়ারি হাইস্কুলের শিক্ষক বাদল দত্ত বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। বছর বাহান্নর শিক্ষককে পথেই পিষে মারল দাঁতালেরা।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেশিয়ারির কুসুমপুর নাপো এলাকায়। মৃত শিক্ষকের বাড়ি কেশিয়ারি থানার ডি কুসুমপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে কেশিয়ারিতে ৭০ থেকে ৮০টি হাতির একটি দল ঢুকে পড়ে। শনিবার হাতিগেড়িয়া জঙ্গলে দিনভর তাদের তাণ্ডবে আতঙ্কিত ছিল এলবাকাবাসী। সন্ধ্যায় বন দফতরের কর্মীদের তৎপরতায় হাতি তাড়ানোর কাজ শুরু হয়। তখনই হাতির দলটি কুসুমপুর জঙ্গলে ঢুকতে শুরু করে। সেইসময় কুসুমপুর জঙ্গলের পাশের রাস্তা দিয়ে বাইকে ফিরছিলেন ওই শিক্ষক। রাস্তাতে একেবারে হাতির দলের মুখোমুখি পড়ে যান তিনি। ভয়ে বাইক ফেলে পালাতে শুরু করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই তাঁকে পিষে মারে দাঁতালেরা।কেশিয়ারি থানার পুলিশ পৌঁছে শিক্ষকের দেহ উদ্ধার করেছে।

এদিকে ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। আসলে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বড় অংশই জঙ্গলে ঘেরা। যাতায়তের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া পথই এলাকার মানুষদের ভরসা। কিন্তু প্রায়ই হাতির তাণ্ডবে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

 

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version