Saturday, July 5, 2025

নির্বাচনের আগে ফের স্বমহিমায়! বাইডেনকে বিঁধে ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

তাঁকেই নির্বাচিত করতে হবে। এর অন্যথা হলে রক্তগঙ্গা বইবে আমেরিকায় (America)। ফের ভয়ঙ্কর হুমকি দিয়ে সংবাদ শিরোনামে উঠে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী নভেম্বর মাসেই প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও বাইডেন (Joe Biden)। আর তা নিয়ে ইতিমধ্যে বিশ্ব রাজনীতি উত্তাল। আর সময় যত এগিয়ে আসছে একের পর এক নির্বাচনে (Presidential Election) জয়ের মধ্যে দিয়ে নিজের জায়গা পার রীতিমতো পাকা করে নিয়েছেন ট্রাম্প। তবে লড়াইয়ে নামার সবরকম প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছেন বাইডেনও।

শনিবার ওহিওতে এক জনসভায় উপস্থিত হয়ে স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এদিনের সভায় তিনি সাফ জানান, আগামী ৫ নভেম্বর তারিখটা হতে চলেছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আগামী ৫ নভেম্বর। পাশাপাশি ট্রাম্পের আরও দাবি, তিনি ফের হোয়াইট হাউসে ফিরলে তা দেশের জন্য মঙ্গলের। এছাড়াও এদিন বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে মন্তব্য করে ‘অভিবাসন নীতি’ নিয়েও একহাত নেন ট্রাম্প। তিনি বলেন, লক্ষাধিক পরিযায়ী শ্রমিকদের ওয়ার্ক পারমিট দিয়ে বাইডেন বারবার আফ্রিকান-আমেরিকান ভোটারদের পিঠে ছুরি মেরেছে। এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি, তিনি যদি নির্বাচিত না হন তা হলে ‘রক্তগঙ্গা’ বইবে আমেরিকায়।

ট্রাম্পের আরও দাবি, চিন মেক্সিকোতে গাড়ি তৈরি করে তা মার্কিনিদের কাছেই বিক্রি করার পরিকল্পনা করছে। এপ্রসঙ্গে রিপাবলিকান নেতার হুঁশিয়ারি, আমি নির্বাচিত হলে ওরা গাড়িগুলো বিক্রিই করতে পারবে না।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version