Monday, November 3, 2025

ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল! ইডির তলবকে ‘বেআইনি’ কটাক্ষ আপের

Date:

Share post:

ফের ইডির (Enforcement Directorate) হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আপ সুপ্রিমোকে (AAP Supremo) জোড়া সমন পাঠিয়ে সোমবারই হাজিরার নির্দেশ দেয়। কিন্তু এদিন সকালে যাওয়ার কথা থাকলেও আম আদমি পার্টির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আজ হাজিরা দেবেন না কেজরিওয়াল। সেই সঙ্গে ভোটের মুখে লাগাতার কেন্দ্রের মোদি সরকারের নির্দেশে ইডির এই ‘অতিতৎপরতা’কে কটাক্ষ করে ইডির তলবকে ‘বেআইনি’ বলেও অভিহিত করেছে আপ।

রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে জোড়া সমন পাঠিয়েছিল ইডি। প্রথম সমনে দিল্লির আবগারি মামলায় আগামী ২১ মার্চ হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে। আর দ্বিতীয় সমন অনুযায়ী দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় দিল্লি সোমবার হাজিরার কথা ছিল আপ সুপ্রিমোর। কিন্তু সোমবার সকালেই দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আজ হাজিরা দিতে পারছেন না কেজরিওয়াল। যদিও বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা এবং কেজরিওয়ালকে সমন পাঠানোর পিছনে বিজেপির চক্রান্তকেই কাঠগড়ায় তুলে আপের অভিযোগ, লোকসভা ভোটের আগে ইডি এবং সিবিআইকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। গত ফেব্রুয়ারি মাসেই জল বোর্ডে আর্থিক তছরুপ মামলার তদন্তে ইডি দিল্লি জুড়ে একাধিক আপ নেতা এবং আমলার বাড়িতে হানা দেয়। আর তারপরই লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই ফের উঠেপড়ে লাগল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গিয়ে আবগারি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন কেজরিওয়াল। এরপরই কোর্ট নির্দেশ দেয়, এখনই আপ সুপ্রিমোকে গ্রেফতার করতে পারবে না ইডি। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ফের নতুন মামলায় তলব করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে সোমবার হাজিরা এড়িয়ে কেজরি নিজের বিপদ ডেকে আনলেন কী না তা সময় বলবে।

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...