Monday, November 10, 2025

রোহিতের পর মুখ খুললেন অশ্বিন, বিসিসিআই-এর এই সিদ্ধান্ত নিয়ে কী বললেন তারকা বোলার?

Date:

বিসিসিআই সদ্য নির্দেশিকা জারি করেছে আন্তর্জাতিক সূচি এবং চোট না থাকলে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে জাতীয় দলের ক্রিকেটারদের।এছাড়াও টেস্ট ক্রিকেটকে তুলে ধরতে নয়া উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বিসিসিআইয়ের এই নির্দেশে আপত্তি ভারতী দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনের কথায়, জাতীয় দলের খেলা না থাকলে একজন ক্রিকেটারকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে বাধ্য করতে পারে না বিসিসিআই।

এই নিয়ে এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, “ কোনও বিষয়ে একটি সংস্থার অবস্থান সকলের জন্য সুবিধাজনক নাও হতে পারে। বিষয়টা সকলের পক্ষে যাবেই, তার কোনও নিশ্চয়তা নেই। কয়েক জনের ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। পরিচালন সংস্থা কী বার্তা দিচ্ছে, সেটা আমাদের বোঝা দরকার। আমার মনে হয়েছে, বোর্ড টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চাইছে। বোঝাতে চেয়েছে, আইপিএল সব কিছু নয়।” এরপরই অশ্বিন আরও বলেন, “ বলতে চাওয়া হয়েছে, টেস্ট ক্রিকেটের গুরুত্ব অপরিসীম। ওরা এটার পক্ষে থাকতে চাইছে। ওরা চায়, সবাই টেস্ট ক্রিকেট খেলার যোগ্য হয়ে উঠুক এবং সবাই এই ব্যাপারটায় সায় দিক। এটার অন্য দিকও আছে। একজন ক্রিকেটার কি বছরের ১২ মাসই খেলতে চায়? নাকি শুধু দু’মাস খেলতে চায়? হয়তো কেউ শুধু টি-২০ এবং একদিনের ক্রিকেট খেলতে চায়। সে হয়তো টেস্ট খেলতে আগ্রহী নয়। এটা এক দমই সংশ্লিষ্ট ক্রিকেটারদের পছন্দ।”

আরও পড়ূন- রোহিতে মুগ্ধ সরফরাজ, কৃতজ্ঞতা জানালেন ভারত অধিনায়ককে

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version