Monday, May 5, 2025

নির্মাণ বেআইনি! গার্ডেনরিচকাণ্ডে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

রবিবার মধ্যরাতে গার্ডেনরিচে (Gardenreach) ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অনেকে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বেশ কয়েকজন। রবিবার মধ্যরাতে ভয়াবহ বিপর্যয়ের পর সোমবার সাতসকালে গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এদিন দুর্ঘটনাস্থলের কিছুটা আগে এসে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। রাস্তা সংকীর্ণ হওয়ায় সেখান থেকে পায়ে হেঁটেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবারই বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুখ্যমন্ত্রী। বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে নিজেই গার্ডেনরিচে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেন, মমতা বলেন, ‘‘এটা খুব ঘিঞ্জি এলাকা। আমাদের মন্ত্রীরা সারা রাত এখানে থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। প্রোমোটারদের একাংশ বেআইনি ভাবে বাড়ি তৈরি করেন। কিন্তু তাঁদের মাথায় রাখা উচিত আশপাশে যাঁরা আছেন, তাঁদের যাতে কোনওরকম ক্ষতি না হয়”। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি শুনলাম, প্রশাসনের অনুমতি না নিয়েই এই বহুতলটি তৈরি করা হয়েছিল। এখন রমজান মাস চলছে। সকলে উপোস করে থাকেন। তাও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। স্বাথ্য দফতর, দমকল, পুলিশ, কাউন্সিলর সারা রাত ধরে কাজ করেছেন।’’ অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে, ‘‘এমন দুর্ঘটনায় আমরা মর্মাহত। দু’জন মারা গিয়েছেন। পাঁচ-ছ’জন এখনও আটকে। এক জনের পা আটকে আছে। তবে তিনি বেঁচে আছেন। উদ্ধারকারীদের ঘটনাস্থলে ঢুকতে সময় লেগেছে। শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পরিবারের পাশে সবসময় থাকবে সরকার। যাঁদের বাড়ি ভেঙেছে, তৈরি করে দেওয়া হবে”।

এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের দেখতে স্থানীয় একবালপুর হাসপাতালে সোজা পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গেও বেশকিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, যারা এখানে আহত অবস্থায় ভর্তি রয়েছেন বর্তমানে সবাই স্থিতিশীল। মুখ্যমন্ত্রী জানান, জোরকদমে উদ্ধারকাজ চলছে। তবে জায়গাটা একটু ঘিঞ্জি হওয়ার কারণে একটু দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, জোরকদমে কাজ চলছে। শীঘ্রই উদ্ধারকাজ শেষ হবে।

তবে এদিন দুর্ঘটনাস্থলে আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “কলকাতা পুরসভার অন্তর্গত গার্ডেন রিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের বিপর্যয়ের কথা শুনে দুঃখিত। আমাদের মেয়র, দমকল মন্ত্রী, সচিব এবং পুলিশ কমিশনার, নাগরিক, পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ দল পরিস্থিতি সামাল দিতে রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন। নিহতদের আত্মীয় এবং আহতদের জন্য ক্ষতিপূরণ প্রদান করা হবে”। আর মুখ্যমন্ত্রীর কথামতো ইতিমধ্যে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম।

Related articles

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা, দ্রুত সত্য সামনে আসবে: মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বহিরাগত এনে পূর্বপরিকল্পিত হিংসা হয়েছে মুর্শিদাবাদে (Murshibad)। ধর্মীয় নেতা সেজে অনেকে ঘুরে বেড়িয়েছেন। উস্কানি দিয়েছেন। সোমবার, মুর্শিদাবাদ পৌঁছে...

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version