Friday, November 14, 2025

আজ দক্ষিণ দিনাজপুরে ‘জনগর্জন’ সভা! প্রার্থী বিপ্লবের সমর্থনে প্রচারে ঝড় তুলবেন অভিষেক

Date:

জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি ও পশ্চিম মেদিনীপুরের বেলদার পর সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (Gangarampur) ভাসতে চলেছে জনস্রোতে। আজই গঙ্গারামপুরে জনগর্জন সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনগর্জন (Jana Garjan) সভা হচ্ছে গঙ্গারামপুর স্টেডিয়ামে। এই সভা থেকেই প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে ঝড় তুলবে তৃণমূল। পাশাপাশি এদিন বাংলা-বিরোধীদের বিসর্জন দিয়ে তৃণমূলের অধিকার অর্জনের বার্তা দেবেন অভিষেক।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সফর শুরু করেছেন। ইতিমধ্যে জেলায় দুটি জনগর্জন সভা করে ফেলেছেন তিনি। ২০ মার্চ বসিরহাটে সভা করবেন অভিষেক। পূর্ব বর্ধমানে তাঁর সভা হবে ২২ মার্চ। অভিষেক প্রতিটি সভা থেকেই প্রধানমন্ত্রীর মিথ্যে গ্যারান্টির ভিডিও দেখিয়ে বিজেপিকে বিঁধছেন। সেইসঙ্গে জনতার কাছে তিনি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, তাঁরা কী চান, মোদির জিরো ওয়ারেন্টির মিথ্যে গ্যারান্টি, নাকি দিদির কাজের ওয়ারেন্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, সড়ক যোজনা-সহ নানা প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে, তা নিয়ে বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক।

গত ১০ মার্চ ব্রিগেডের সভা থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপ্লবের দাবি, ‘‘অভিষেকের সভা ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে। গঙ্গারামপুরে রেকর্ড সংখ্যক লোকের সমাবেশ হবে।’’

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version