Monday, August 25, 2025

তমলুকে  দেবাংশু জিতলে মিলবে ফিশ ফ্রাই! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য

Date:

লোকসভা নির্বাচনে ঘণ্টা বেজে গিয়েছে।অন্যান্য আসনের সঙ্গে সবার নজর তমলুক কেন্দ্রের দিকে।সেখানে তৃণমূলের প্রার্থী যুব নেতা তরুণ তুর্কী দেবাংশু ভট্টাচার্য্য। অন্যদিকে, ওই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হতে চলেছেন সদ্য বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সুবক্তা দেবাংশু পুরোপুরি রাজনীতির সঙ্গে যুক্ত।সেদিক থেকে রাজনীতির ময়দানে একেবারে নতুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ফলে লড়াই কি আদৌ জমবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে জল্পনা ছড়াল। তৃণমূলের দেবাংশু জয়লাভ করলে বিনামূল্যে খাওয়ানো হবে ফিশ ফ্রাই।এই পোস্টকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ফেসবুকে নিজের প্রোফাইলে এমনই একটি লেখা পোস্ট করেছেন বেলঘরিয়ার এক ব্যবসায়ী সবুজ কমল চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘরিয়ায় একটি ফাস্টফুডের দোকান চালান তিনি। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন সবুজ কমল।

সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেই রাজ্যের মানুষের কাছে পরিচিতি লাভ করেন মা তারা ফাস্ট ফুড সেন্টারের মালিক সবুজ কমল চক্রবর্তী।অন্যদিকে, দেবাংশুর উত্থানের সাক্ষী থেকেছেন সবুজ কমল। তাই, আসন্ন লোকসভা নির্বাচনে সাংসদ পদে বিপুল ভোটে জয়ী হোক দেবাংশু,  এমনই শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি, জয়লাভ করলে বিনামূল্যে তার দোকান থেকে ফিশ ফ্রাই খাওয়াবেন বলেও ঘোষণা করেছেন। ইতিমধ্যেই, ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি।আর এই পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তিনিও সবুজ কমলের দোকান থেকে বিনামূল্যে ৫০০ ফিশ ফ্রাই বিতরণের জন্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version