Wednesday, November 12, 2025

যেমন বেটা, তেমন বাপ! মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে শিশিরের বিতর্কিত মন্তব্যের কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যের নজির রেখে দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলেই। ব্যতিক্রমী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাতৃসম মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কুরুচিকর ভাষা ও অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন শুভেন্দু।

যেমন বেটা, তেমন বাপ! ছেলে শুভেন্দুর পথেই হেঁটেই মমতা মুখ্যমন্ত্রীর চোট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শিশির অধিকারী। বিজেপির প্রচারে শিশিরের আলটপকা মন্তব্য, বিধানসভা ভোটের আগে বিরুলিয়ায় যদি সত্যি শুভেন্দুর হামলায় মমতা জখম হয়ে থাকেন, তাহলে তিনি বাঁচতেনই না। শিশিরের কথায়, “ভোট এলেই অঙ্গে আঘাত হয়। বিধানসভা ভোটের আগে বললেন নন্দীগ্রামের বিরুলিয়াতে পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মারলে বাঁচবে না কেউ। সেটা আমরা চোখে দেখেছি নন্দীগ্রামে।” তাঁর এমন মন্তব্য নিয়ে নিন্দায় সরব হয়েছে তৃণমূল।

বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, “সাংসদ শিশির অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করে তাঁর ছেলের পথ অনুসরণ করেছেন। অদ্ভুত গর্বের সঙ্গে তিনি পরামর্শ দিলেন যে যদি তার ছেলে শুভেন্দু অধিকারী এবং তার সহযোগীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করত, তাহলে তিনি বাঁচতে পারতেন না।” শিশির অধিকারীর একন বক্তব্যের ভিডিওটিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে তৃণমূল। সেই ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে তাদের দৃষ্টি আকর্ষণও করা হয়।

এখানেই শেষ নয়। অধিকারী পরিবারকে কটাক্ষ করে তৃণমূলের বলছে, “অহংকার ও নিষ্ঠুরতার এই ঘৃণ্য প্রদর্শন অধিকারী প্রাইভেট লিমিটেডের প্রতিফলন ঘটায়।’ বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে দেখা উচিত বলেও মত তৃণমূলের। তাঁদের বক্তব্য, এই ধরনের ভয় দেখানোর কাজগুলি নির্বাচন কমিশনের নজরে পড়া উচিত৷ এই ধরনের আচরণের নিন্দা করার জন্য তাঁদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

 

 

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...
Exit mobile version