Wednesday, November 5, 2025

রাজ্য পুলিশের DG-র পদ থেকে রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন, ৩ জনের নাম পাঠাল রাজ্য

Date:

নির্বাচনী আচরণবিধি চালু হতেই নিজেদের মর্জিমাফিক কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন (Election Commission)। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার দুদিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গের DG রাজীব কুমারকে (Rajiv Kumar)। একই সঙ্গে সোমবারই গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবদেরও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সরানো হয়েছে মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ৩ জনের নাম পাঠালো রাজ্য। তাঁরা হলেন, রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায় ও রণবীর কুমার।

ডিসেম্বরেই রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেলের (DG) পদে বসেন রাজীব কুমার (Rajiv Kumar)। মন্ত্রিসভার বৈঠকে সেই সিদ্ধান্ত অনুমোদনও হয়। ২০১৬ থেকে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার (Rajiv Kumar)। সেই সময়ও তাঁকে নির্বাচনের আগে সরানো হয়। নির্বাচন কমিশনের তরফে দেওয়া চিঠিতে বলা হয়েছে চিঠি পাওয়ার পর থেকেই এই নির্দেশ কার্যকর হবে। এদিন বিকেলেই রাজ্যের তরফ থেকে ৩জনের নাম ডিজি পদের জন্য পাঠাতে হবে। ইতিমধ্যেই নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। তিনজনের নাম রাজ্য পাঠিয়েছে। তাঁরা হলেন রাজেশ কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার।

এই ঘটনায় মোদি সরকারকে নিশানা করে তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মোদি সরকার নিজেদের সংস্থা দিয়ে নির্বাচন পরিচালনা করতে চায়। সেই কারণে এইভাবে আধিকারিক বদল শুরু করেছে।



Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version