Tuesday, November 4, 2025

খেলতে বেরনোই কাল! ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু নদিয়ার ৮ বছরের বালকের

Date:

সাইকেল (Cycle) নিয়ে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না! মাটি বোঝাই বেপরোয়া ট্র্যাক্টরের (Tractor) গতিই প্রাণ কেঁড়ে নিল বালকের। নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার অন্তর্গত উত্তর সাহেবনগর ঘোষপাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর, মৃত বালকের নাম অপু বিশ্বাস (Apu Biswas), বয়স মাত্র ৮ বছর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে এলাকা।

 

এদিকে মৃতের বাবা পঙ্কজ বিশ্বাস বলেন, “রবিবার বিকেলে ছেলে সাইকেল নিয়ে খেলার মাঠে খেলতে যাবে বলে বেরিয়েছিল। আচমকা লোক মারফত খবর পাই, ছেলে ট্র্যাক্টর চাপা পড়ে মারা গিয়েছে। আমার ছোট্ট ছেলেকে অকালে প্রাণ দিতে হল। এই ঘটনায় যারা যুক্ত, তাদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি”। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল অপু। সেই সময় আচমকাই মাটি বোঝাই একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে পিছন থেকে ধাক্কা মেরে একেবারে পিষে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপুর। যদিও ঘাতক ট্র্যাক্টরটিকে আটকানো সম্ভব হলেও পলাতক চালক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

স্থানীয়দের অভিযোগ, জলঙ্গি নদী থেকে বেআইনি ভাবে মাটি তুলছিল ট্র্যাক্টরটি। আর তারপরই বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি শিশুটিকে পিষে দেয় বলে অভিযোগ। এদিকে পুলিশ দেহ উদ্ধার করতে এলে অবিলম্বে দোষীর শাস্তির দাবিতে চলে বিক্ষোভ। পাশাপাশি বালকের মৃতদেহ রাস্তায় রেখে সাহেবনগর গ্রাম সড়কও অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে একেবারে অশান্ত হয়ে ওঠে এলাকা।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version