Thursday, August 21, 2025

পদত্যাগ তেলেঙ্গনার রাজ্যপালের, সম্ভাবনা লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার

Date:

লোকসভা নির্বাচন ঘোষণা হতেই পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের। ইতিমধ্যেই, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। নির্বাচনে তামিলনাড়ুর পুদুচেরি থেকে বিজেপির হয়ে লড়তে পারেন তিনি, এমনই সূত্রের খবর। একটি রাজ্যের রাজ্যপাল পদে থাকা ব্যক্তি যখন কোনও রাজনৈতিক দলের হয়ে ভোটের প্রার্থী হন তখন স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে রাজ্যের মানুষের জন্য আদৌ তিনি কতটা নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছিলেন এতদিন।

সোমবার তেলেঙ্গানায় দুটি ও কর্ণাটকে একটি নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এরই মাঝে পদত্যাগ তেলেঙ্গানার রাজ্যপালের। তাঁর পদত্যাগে অবাক হচ্ছেন না রাজনৈতিক মহল। কারণ গত মাসে তামিলিসাই জানিয়েছিলেন, বিজেপি যদি তাঁকে টিকিট দেয় তাহলে তিনি পুদুচেরি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়াই করতে চান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে তিনি হয়তো ছাড়পত্র পেয়ে গিযেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ২০১৯ সাল থেকে তেলেঙ্গানার রাজ্যপাল থাকার পাশাপাশি ২০২১ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রশাসন হিসাবে অতিরিক্ত দ্বায়িত্বও সামলেছেন।


পেশায় চিকিৎসক তামিলিসাই সুন্দররাজনের অবশ্য এটাই তাঁর প্রথম নির্বাচনে লড়াই না। এর আগেও ২০০৯ ও ২০১৯ সালে তিনি লোকসভা ভোটে লড়াই করেছিলেন। তাছাড়াও ২০০৬, ২০১১, ২০১৬ সালে তামিলনাড়ুর তিনটি আসন থেকে তিনি বিধানসভাতেও লড়াই করেছিলেন। তবে যতবারই তিনি নির্বাচনে লড়েছেন, ততবারই পরাজিত হয়েছেন।

তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে বিতর্কেও জড়িয়েছেন তিনি। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখা, বিধানসভার অধিবেশন ডাকতে দেরি করা-সহ একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে, ভিআরএস সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কে চন্দ্রশেখর রেড্ডির সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসে তাঁর। তবে, বর্তমান কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি কোনও সংঘাত।তবে পুদুচেরি থেকে তামিলিসাই প্রার্থী হতে চাইলেও তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপি দলের মধ্যেই আপত্তি আছে। তাই, এই ইস্যুকে কেন্দ্র করে সমস্যায় পড়তে পারে বিজেপি, এমনটাই মত রাজনৈতিক মহলের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version