Sunday, November 9, 2025

নমোর দেখানো অস্ত্রেই বিজেপি বধ! বাংলায় ‘মোদির পরিবারের’ আসল ছবি ফাঁস করল তৃণমূল

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha ELection) আগে ‘নয়া অস্ত্র’কে হাতিয়ার করে রাজনীতির ময়দানে ফায়দা তুলতে মরিয়া গেরুয়া শিবির (BJP)। আর বিজেপির সেই নয়া হাতিয়ারকেই এবার ভোঁতা করার লক্ষ্যে নয়া কৌশল তৃণমূলের (TMC)। সম্প্রতি দেশের মানুষকে নিজের পরিবার বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই তালিকায় রয়েছেন বঙ্গ বিজেপির একঝাঁক নেতানেত্রী। আর এবার তা নিয়েই পাল্টা গেরুয়া শিবিরকে পাল্টা দিল তৃণমূল। মঙ্গলবার সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) অফিশিয়াল এক্স হ্যান্ডেলে ‘মোদির পরিবার’-এর (Modi Family) সেই ছবি সামনে আনা হয়েছে। সেই পোস্টারে প্রশ্ন করা হয়েছে, “বাংলায় কাদের নিয়ে পরিবার মোদির”? তবে শুধু প্রশ্নই নয় এদিন প্রশ্নের উত্তরও দিয়েছে তৃণমূল। সেখানে সাফ জানানো হয়েছে, বিপজ্জনক অপরাধীদের নিজের পরিবারের সদস্য করেছেন প্রধানমন্ত্রী। এরপরই অপর একটি পোস্টারে গেরুয়া শিবিরের বিদায়ী সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) একের পর এক গেরুয়া শিবিরের নেতাদের ছবি সামনে এনে কার বিরুদ্ধে কটি মামলা ও গুরুতর অভিযোগ রয়েছে তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।

 

সেখানে একদিকে যেমন নাম উঠে এসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের নাম, তেমনই সামনে এসেছে লকেট চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, সৌমিত্র খানেদের নামও। তৃণমূলের অভিযোগ, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মোট ৪৪টি অভিযোগ রয়েছে, অন্যদিকে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা লোকসভায় মুর্শিদাবাদের প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে রয়েছে ২৩টি মামলা। পাশাপাশি খগেন মুর্মু, মনোজ টিগ্গা, হিরণ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত-সহ একাধিক নাম সামনে এনেছে আর সেখানেই নামের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তা সামনে এনেছে তৃণমূল।

উল্লেখ্য, গত শনিবারই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন নির্ঘণ্ট প্রকাশের সময়েই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রার্থীদের হলফনামা জমা দেওয়ার সময় তাঁদের বিরুদ্ধে ঠিক কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তার সংখ্যা জানালে হবে না। তাঁদের নামে ঠিক কী কী মামলা আছে, তাতে কোন ধারার উল্লেখ রয়েছে, তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। আর তারপরই মোদি সরকারের অস্ত্রেই মোদিকে বধ করতে পাল্টা চাল তৃণমূলের। আর তৃণমূলের এমন পদক্ষেপের পর নির্বাচনের মুখে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে তৃণমূলের অভিযোগকে পাত্তা না দিলেও বাংলায় মোদির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার কথা তুলে তৃণমূল যে গেরুয়া শিবিরকে বড় ধাক্কা দিল তা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version