Thursday, August 21, 2025

দেব-হিরণের বাকযুদ্ধে “তারকা” কেন্দ্র ঘাটালে জমে উঠেছে ভোটের প্রচার

Date:

এবার লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র পশ্চিম মেদনীপুরের ঘাটাল। এই কেন্দ্রে মুখোমুখি টলিউডের দুই তারকা অভিনেতা দেব ও হিরণ। তবে বিনোদন জগতের হলেও দু’জনের সংসদীয় রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। দু’জনেই নির্বাচিত জনপ্রতিনিধি। দেব ঘাটালে দু’বারের তৃণমূল সাংসদ। এবারও জোড়াফুল প্রতীকে লড়ছেন তিনি। অন্যদিকে, হিরণ খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক। পুরভোটে কাউন্সিলরও হয়েছেন তিনি। তাই ঘাটালে দেবের বিরুদ্ধে পদ্ম শিবির হিরণেই আস্থা রেখেছে।

নাম ঘোষণার পর থেকেই ঘাটালে প্রচারে নেমে পড়েছেন দেব ও হিরণ। জমে উঠেছে দুই তারকার বাকযুদ্ধ। আক্রমণের শুরুটা অবশ হয়েছে হিরণের দিক থেকেই। প্রথমে পাত্তা না দিলেও ধীরে ধীরে মুখ খুলছেন দেবও। দেবের প্রশ্ন, তিন বছর ধরে হিরণ খড়গপুর সদরের বিধায়ক। দু’ বছরের কাউন্সিলর। অথচ এতদিন ধরে তিনি কী করেছেন খড়্গপুরের মানুষের জন্য? কতবার তাঁকে দেখা গিয়েছে খড়্গপুরের মানুষের পাশে? হিরণের পাল্টা খোঁচা, ‘উনি তো ৯০ ভাগ সময় শ্যুটিংয়েই ব্যস্ত থাকেন। লোকসভায় উপস্থিতির হার মাত্র ১১ শতাংশ!’

ব্যক্তি আক্রমণ করতে গিয়ে হিরণ বলেন, দেব গোরু চুরির টাকা তোলেন, ৩০ শতাংশ কাটমানি নেন। প্রচারে গিয়ে দেবকে খোঁচা দিতে ‘তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই’ গানের কলিও শোনা গিয়েছে হিরণের মুখে। পাল্টা দেব বলেন, ‘আমার মনে হয় উনি আমাকে ভালোবাসেন। উনি মনে করেন যে, আমাকে আক্রমণ করলে ওঁর গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু ঘাটালে এসব চলে না। এভাবে ভোট পাওয়া যায় না।’

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version