Wednesday, November 5, 2025

রক্ষণশীল মনোভাব ঝেড়ে যাদবপুরে সৃজনের প্রচারে “টুম্পা সোনা” আদলে প্যারোডি

Date:

Share post:

নিজেদের রক্ষণশীল চিন্তাধারা থেকে সরে গিয়ে যুগের সঙ্গে তাল মেলাতে চায় সিপিএম। বিষয়টি নিয়ে দলের অন্দরে মতপার্থক্য থাকলেও বছর কয়েক আগে ব্রিগেডের প্রচারে সিপিএমের “তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা” ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে। তরুণ প্রজন্মকে কাছে টানতেই বামেদের প্রচারে প্যারোডির চল শুরু হয়েছে।

এই যেমন, যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের “গরম ভাতের গন্ধ থাক” বা ব্রিগেডের জন্য “চলো ব্রিগেড চলো” গানে মজেছিল আট থেকে আশি। এবার আর একটি থিম সং আসতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের তরুণ প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে। থিম সংয়ের সঙ্গে থাকছে শর্ট ফিল্মও। মূলত সৃজনের ‘এলাকার ছেলে’ ও ‘রুজি-রুটির লড়াই’-কেই গান ও ছবির মাধ্যমে তুলে ধরা হবে বলে খবর।

সম্প্রতি যাদবপুরে সৃজনের সমর্থনে পথে নেমেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। পার্টি নেতৃত্বের বক্তব্য, থিম সং, শর্ট ফিল্মের মাধ্যমে রুটি-রুজির লড়াইয়ের ডাক যেমন দেওয়া হবে, তেমনই সৃজন সম্পর্কে ‘এলাকার ছেলে’, ‘পাশের বাড়ির ছেলে’ ইমেজও তুলে ধরা হবে। প্রার্থী বললেন, ‘আমি তো এই এলাকারই ছেলে। এটা তো সত্যি। এখানেই আমার জন্ম, পড়াশোনা।’ নাম ঘোষণার দিন নিজের এলাকা হালতুতে প্রচার করেছিলেন তিনি। বিশিষ্ট মানুষজন যেমন সৃজনের হয়ে পথে নামছেন, তেমনই কি থিম সং-শর্ট ফিল্মে নামজাদা মানুষের অংশগ্রহণ দেখা যাবে।

আরও পড়ুন- বিজেপির ফান্ডে টাকা দিচ্ছে কোম্পানি, চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে মধ্যবিত্তকে!

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...