Sunday, November 9, 2025

জুনের বিরুদ্ধে মহিলা মুখ! মেদনীপুরে দিলীপের পরিবর্তে ভারতী ঘোষকে চাইছেন সুকান্ত-শুভেন্দু

Date:

লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু ভোট ঘোষণার তিনদিন পেরিয়ে গেলেও বাকি ২২টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। বাকি আসনগুলির জন্য ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সঙ্গে দু’দফায় কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হয়েছে। প্রথমটি হয়েছে অশোকা রোডে বিজেপির পুরনো পার্টি অফিসে। সেখানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন বাংলার ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বঙ্গ বিজেপির দুই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দও। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বাংলায় আদৌ কতগুলো আসনে জিততে পারবে বিজেপি, তার সমীকরণ মিলিয়েছেন সন্তোষ। রিপোর্ট দিয়েছেন বনসল।

দ্বিতীয় ধাপে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মিটিং হয়েছে ওই চার নেতার। গত ৪ মার্চ দিল্লি এসে একপ্রস্থ তালিকা দিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই তালিকা ধরেও বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, মেদিনীপুরে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া নিয়ে জোর চর্চা হয়েছে।

জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আর তাঁর পুরনো কেন্দ্রে দাঁড় করাতে চান সুকান্ত-শুভেন্দুরা। ওই আসনে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম নিয়ে জল্পনা চলছে। ভারতী কর্ম জীবনের অনেকটা সময় মেদনীপুরে ছিলেন। গতবার ঘাটালে বিজেপির প্রার্থী ছিলেন। বিধানসভায় ডেবরা থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। এবার মেদনীপুর থেকে ভারতীকে টিকিট দিতে চায় দল। তার আরেকটি কারণ, এই কেন্দ্রে তৃণমূল অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। জুনের বিরুদ্ধে মহিলা মুখ চাইছেন সুকান্ত-শুভেন্দু।

যদিও দিলীপ ঘোষ নিজে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি মেদিনীপুর থেকেই ভোটে লড়বেন। পার্টি তাঁর নিজের কেন্দ্রেই ফের টিকিট দেবে।

আরও পড়ুন- অফিসে বসে নয়, এলাকায় ঘুরে কাজ করতে হবে! কড়া নির্দেশ পুরসভার

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version